গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবতি।
১৯ বছর বয়সী যুবতীর নাম লুসি খাতুন বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের মহেশপুর পঞ্চায়েতের অন্তর্গত সাঁকোপাড়া গ্রামে ।। শুক্রবার ভোর সাতটা নাগাদ লুসি খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার করে তার পরিবারের লোকজন ।। তার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের নেই লুসি খাতুন আজ সকালেও থালা বাসন পরিষ্কারের কাজ করছিল এবং তখনি তার সৎ মায়ের সাথে সামান্য কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তার কিছুক্ষন পরেই উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ ।। এর পর খবর দেওয়া হয় ফরাক্কা থানার পুলিশ প্রশাসনকে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ।। পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।। কী কারণে যুবতী লুসি খাতুন এই মর্মান্তিক ঘটনার শিকার তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।।























