গলায় ফাঁস নাকি আত্মঘাতী হলো এক বৃদ্ধ শীতল চক্রবর্তী ২৩ মে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের টিকুল এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম মফিজুদ্দিন মিঞা(৭৫)বছর,তার বাড়ি বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের টিকুল গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে,ওই বৃদ্ধ এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল,দুপুরেও সে আর ফিরেননি।এদিন বিকেল ৩টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দুরে নদীর ধারে একটি গাছে গাছের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখতে পেয়ে বাসিন্দারা খবর দেয় বংশীহারী থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত বৃদ্ধকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। এবিষয়ে বৃদ্ধর আত্মীয় আব্দুল মিঞা জানিয়েছে,”নদীর ধারে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়ে।উনি যে এরকম দুর্ঘটনা ঘটালো তা এখনো আমাদের অজানা। বংশীহারী থানার আইসি অসীম গোপ জানিয়েছেন,”পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।