নিজের বাড়ির মাংস রান্না করতে করতে হঠাৎ করে বাড়ির পাশে থাকা আম বাগানের গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক টোটো চালক | চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায় | জানা গেছে আত্মঘাতী ব্যক্তির নাম সুনিল মন্ডল বয়স ৫০ | তিনি পেশায় একজন টোটো চালক | রবিবার দুপুরে টোটো চালিয়ে এসে বাড়িতে মাংস রান্না করতে করতে হঠাৎ উধাও হয়ে যায় সুনীল মণ্ডল | তখন আত্মঘাতী ব্যক্তির স্ত্রী সুন্দরী মন্ডল বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে | খানিকক্ষণ বাদে বাইরে বেরিয়ে এসে বাগানে খোঁজাখুঁজি করলে হঠাৎ তার স্ত্রী সুন্দরী মন্ডল দেখতে পান তার স্বামী একটি আম বাগানে গাছের ডালে ফাঁস লাগা অবস্থায় ঝুলছে। আম বাগানের ডালে ঝুলন্ত দৃশ্য চোখে পড়তেই চিৎকার চেঁচামেচি শুরু হয় | ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজীব মন্ডল | অন্যদিকে আত্মঘাতী ব্যক্তির স্ত্রী সুন্দরী মন্ডল জানান আমি দুপুরের সবজি বিক্রি করে বাড়িতে আসলে দেখতে পাই তার স্বামী মাংস রান্না করছে এবং খানিকক্ষণ পরে দেখতে না পাওয়াই বহু খোঁজাখুঁজির পর দেখতে পাই একটি গাছে তার ঝুলন্ত দেহ ঝুলছে | তবে কেন গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো ওই যুবক তা এখনও ভেবে পাইনি পরিবারের লোকজন | আত্মঘাতী ব্যক্তির স্ত্রী আরও জানান স্বামী মাঝেমধ্যে নেশা করত এবং আজকে দুপুরেও নেশা করেছিল ঘটনার আসল রহস্য কি তা বুঝে উঠতে পারছে না পরিবারের লোকজনরা…..