গর্ভবতী স্ত্রীকে ব্যাট দিয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, মর্মান্তিক ঘটনার সাক্ষী বালুরঘাট

0
653

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২২মে——- পারিবারিক অশান্তির জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ব্যাট দিয়ে পেটানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শনিবার এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের যুবশ্রী মোড় এলাকা। ঘটনায় অভিযুক্ত স্বামী শ্যাম সুন্দর রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনাকে ঘিরে এদিন সকালে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। 
     জানা গেছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্যামসুন্দর রায়ের সঙ্গে বিয়ে হয় আক্রান্ত মহিলার। অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী এবং শাশুড়ী মিলে নববধূর উপরে নির্যাতন করে আসছিল। এদিন অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে, ব্যাট দিয়ে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে অভিযুক্ত শ্যামসুন্দর। যে ঘটনা সামনে আসতেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। মারমুখী হয়ে ওঠেন শহরের যুবশ্রী মোড় এলাকার বাসিন্দারা। যদিও ঘটনার পরেই অসুস্থ অবস্থায় ওই গর্ভবতী মহিলাকে ভর্তি করা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে।
   গৃহবধুর মা’র অভিযোগ শুক্রবার তিনি তার বাড়ি থেকে মেয়ের বাড়িতে খাবার পাঠান। সেই সূত্র ধরেই তার মেয়ের উপর অত্যাচার শুরু করে স্বামী ও তার শাশুড়ি। 
     আক্রান্ত গৃহবধূর জানিয়েছেন, ব্যাট দিয়ে তাকে মারধর করা হয়েছে। মিথ্যে অপবাদ দিয়ে তার গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য এর আগে অনেক চাপ সৃষ্টি করেছে তার স্বামী এবং শাশুড়ি। 
 যদিও অভিযুক্ত শ্যামসুন্দর রায় বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি তার স্ত্রীকে যথেষ্টই ভালোবাসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here