গরমে নাজেহাল উত্তরবঙ্গ, দেখা নেই বৃষ্টির, বেশি করে গাছ লাগানোর বার্তা দিয়ে বালুরঘাটে চারাগাছ বিলি খুদে পড়ুয়াদের

0
290

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ জুলাই———– তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গ। দেখা নেই বৃষ্টির। পরিবেশ সচেতনতায় গাছ লাগানোর বার্তা দিয়ে বালুরঘাটে চারাগাছ বিলি কচিকাচাদের। মঙ্গলবার দুপুরে শহরের রাস্তায় দাঁড়িয়ে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক স্কুলের ছাত্ররা এইভাবেই সাধারনের মধ্যে বিলি করলো চারাগাছ। প্ল্যাকার্ড হাতে নিয়ে খুদে পড়ুয়ারা দিলেন সচেতনতার বার্তাও। বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের অভিনব এই অরণ্য সপ্তাহ পালন এদিন কিছুটা অবাক করেছে শহরের সাধারণ মানুষকেও। যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে সেই জায়গা থেকে বৃক্ষ রোপণ করা প্রয়োজন। তা না হলে আগামী দিনে আরও আবহাওয়ার যে পরিবর্তন হতে পারে সেই বার্তাও দেওয়া হয়েছে এদিন। তাই বৃক্ষ ছেদন নয় বৃক্ষ রোপণ প্রয়োজন। এদিকে গাছের চারা বিতরণের পাশাপাশি বালুরঘাট হাইস্কুল সংলগ্ন এলাকার গাছে রাখি পড়িয়ে গাছকে বাঁচানোর অঙ্গীকারও নেওয়া হয়েছে স্কুলের তরফে। এদিন স্কুল পড়ুয়াদের পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক অনিমেষ চক্রবর্তী সহ অন্যান্য সহ শিক্ষকরা।

 অনিমেষ চক্রবর্তী বলেন, প্রকৃতিতে গাছের অভাব আজ আমরা অনুভব করছি। সুর্যের প্রখর তাপ আর তীব্র গরমে যেন জীবন ওষ্ঠাগত হয়ে দাড়িয়েছে। দেখা নেই বৃষ্টির। তাই এর থেকে মুক্তির একমাত্র পথই বেশি করে গাছ লাগানো। এদিন পথ চলতি মানুষজনের হাতে গাছ তুলে দিয়ে সেই বার্তাই দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here