বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: যেখানে রাজ্যজুড়ে চলছে নাইট কারফিউ ,সেইসময়ই গভীর রাতে এশিয়ান high waya তে দুর্ঘটনায় চিতা বাঘের মৃত্যু । একটি পূর্ণ বয়স্ক লেপার্ডকে গাড়ীর ধাক্কায় মেরে দিয়ে, ওই মৃতদেহ নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা দুই ছোটো গাড়ির আরোহীর।পুলিশি তৎপরতায় আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনা এলাকার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের টোল প্লাজায় আটক ওই ঘাতক গাড়িটি।তবে বিপদ আঁচ করে ধরা পড়ার আগেই চম্পট দেয় ওই ছোটো গাড়ির আরোহীরা।উদ্ধার গাড়িসহ লেপার্ডের মৃতদেহ।গাড়িটির কোনো নম্বর প্লেট না থাকায় এখনও পর্যন্ত মালিকের কোনো সন্ধান পায়নি পুলিশ।রহস্যের কিনারা করতে যৌথ ভাবে তদন্ত শুরু করেছে বনদপ্তর ও পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের দিকে দ্রুতবেগে ছুটতে থাকা ওই ছোটো গাড়িটি জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এশিয়ান হাইওয়েতে আচমকাই ধাক্কা দেয় লেপার্ডটিকে।তারপরেই প্রমাণ লোপাট করতে গাড়ির ডিকিতে মৃতদেহটি তুলে নিয়ে আবার শিলিগুড়ির দিকে পালানোর চেষ্টা করে।কিন্তু সঠিক সময়ে পুলিশ তৎপর হওয়ায় গাড়ি সহ চিত বাঘের মৃতদেহ উদ্ধার হয়। চিতা বাঘের মৃতদেহের ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে টেলিফোনে জানিয়েছেন জালদাপাড়ার DFO