শিলিগুড়ি:-গত বুধবার তৃণমূলের বেশকিছু নেতা অবৈধ সম্পত্তি নিয়ে বেশকিছু সিপিএম নেতার নাম প্রকাশ্যে আনেন।তার মধ্যে প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্যের নামও প্রকাশ্যে উঠে আসে।বৃহস্পতিবার সেই অভিযোগের পাল্টা অভিযোগ আনেন প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য।এদিন এক সাংবাদিক বৈঠকে তিনি জানান নিজেদের অপরাধ আড়াল করতেই এমনও অহেতুক অযৌক্তিক কথা বলছে তৃণমূল নেতারা।তবে দলগতভাবে আইনি উপায় তার জবাব দেওয়া হবে বলে জানান তিনি।অশোক ভট্টাচার্যের দাবি,যে তার পৈত্রিক সম্পত্তি ও কলকাতার একটি ভাড়া করা আবাসন ছারা এই ভু-ভারতে তার কোনো সম্পত্তি নেই।আইন চাইলে তা যাচাই করতে পারে তিনি সর্বসম্মতভাবে সহমত করবেন।
Home বাংলা উত্তর বাংলা গত বুধবার তৃণমূলের বেশকিছু নেতা অবৈধ সম্পত্তি নিয়ে বেশকিছু সিপিএম নেতার নাম...