কোচবিহার :-গতকাল তুফানগঞ্জের তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। রবিবার ভোর রাতে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ওসমান গনি (৪৮) নামে তৃণমূল কর্মীর মৃত্যু হয়। নার্সিংহোম সূত্রের খবর অনুযায়ী এই তৃণমূল কর্মী শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ছিল সে কারণেই মাল্টিপল হেমারেজ হয় এবং তার মৃত্যু ঘটে। রবিবার সকালে দেওচড়াই গ্রাম পঞ্চায়েত কৃষ্ণপূর এলাকায় এলাকা দখল কে কেন্দ্র করে দুই গোষ্ঠী সংঘর্ষ ঘটনা ঘটে ।ঘটনায় প্রায় 25 জনের মত আহত হয়। যাদের মধ্যে এই ওসমান গনি (48) অবস্থা গুরুত্ব হওয়ায় তাকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোর রাতে সেখানে তার মৃত্যু হয়।এলাকা দখল কে কেন্দ্র করে রবীন্দ্র নাথ ঘোষ অনুগামী মজিবুর রহমান এবং পার্থ প্রতিম রায় অনুগামী ফারুক মন্ডল মধ্যে সংঘর্ষ ঘটে ঘটনা ঘটে। মৃত তৃনমূল কর্মী রবীন্দ্র নাথ ঘোষ অনুগামী বলে পরিচিত।
Home বাংলা উত্তর বাংলা গতকাল তুফানগঞ্জের তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর।