কোচবিহার:- গতকাল কলকাতা কোচবিহার গামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা রকেট বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের মোর গ্রাম ৩ জন নিহত হন । ঘটনায় আহত হয়েছে ৬ জন। মৃত ৩জনের মধ্যে গাড়ি চালক নন্দন দে বাড়ি কোচবিহার গোরস্থান এলাকায় । বর্তমান তার বাড়িতে বৃদ্ধ মা, ভাই, স্ত্রী ও বছর ৭ এর এক সন্তান রয়েছে। বুধবার দুপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তার বাড়িতে যান । সব রকম ভাবে পারিবারের পাশে থাকার আশ্বাস দেন।
Home বাংলা উত্তর বাংলা গতকাল কলকাতা কোচবিহার গামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা রকেট বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের...