গণনা কেন্দ্র থেকে উধাও সিসিটিভি! পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে বালুরঘাটে বিক্ষোভ বিজেপির

0
504
গণনা কেন্দ্র থেকে উধাও সিসিটিভি! পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে বালুরঘাটে বিক্ষোভ বিজেপির
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ জুলাই ——- গণনা কেন্দ্র থেকে সিসিটিভি উধাও, কারচুপি সহ একাধিক অভিযোগে বালুরঘাট বিডিও অফিস ঘেরাও বিজেপির।   শুক্রবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় শহরের রঘুনাথপুর এলাকায়। বিজেপি কর্মীদের আটকাতে বিডিও অফিসের আগে পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা। চলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও। যাকে ঘিরে তুমুল উত্তপ্ত হয়ে ওঠে বালুরঘাট বিডিও অফিস চত্বর। যদিও বিজেপির এই বিক্ষোভের খবর পেয়ে গরহাজির ছিলেন বালুরঘাটের বিডিও অনুজ সিকদার। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক কারচুপি সহ একগুচ্ছ দাবি নিয়ে এদিন বালুরঘাট স্টেডিয়াম চত্বর থেকে একটি মিছিল করে বিডিও অফিস চত্বরে আসেন বিজেপির নেতা কর্মীরা। যার নেতৃত্বে ছিলেন বালুরঘাট শহর ও গ্রামীণ মণ্ডলের বিভিন্ন নেতৃত্বরা। যে মিছিলটি বিডিও অফিসের দিকে এগিয়ে আসতেই বিক্ষোভকারীদের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে পুলিশ কর্মীরা। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের দিকে বিক্ষোভকারীরা এগিয়ে গেলেও কড়া নিরাপত্তা ব্যবস্থায় তা আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, সদ্য সমাপ্ত হওয়া পঞ্চায়েত নির্বাচনে বিডিওর নেতৃত্বে ব্যাপক কারচুপি হয়েছে গণনা কেন্দ্রে। উধাও হয়ে গেছে গণনাকেন্দ্রে রাখা সিসিটিভিও। যেসবের জন্য বালুরঘাট বিডিও-র বিরুদ্ধেই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। যাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী  এলাকায় পৌছে পরিস্থিতি স্বাভাবিক করেছে।
 বিজেপি নেতা রঞ্জন মন্ডল বলেন, পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিনত করেছে এই বিডিও। গণনা কেন্দ্রের কারচুপি প্রকাশ্যে আসবার ভয়ে উধাও করে দেওয়া হয়েছে সিসিটিভি। যেসব ঘটনা সহ একগুচ্ছ দাবিতেই এদিন তারা বিডিও অফিস ঘেরাও করেছেন। যদিও বিডিও সে খবর পেয়েই অনুপস্থিত রয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here