গঙ্গা ভাঙন রোধে হরিলুট চলছে অভিযোগ স্থানীয়দের

0
178

গঙ্গা ভাঙন রোধে হরিলুট চলছে অভিযোগ স্থানীয়দের।

মালদা,ভুতনি

গঙ্গার পারে ব্যাপক ভাঙ্গনে আতঙ্ক।মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি চড়ের কেশবপুর কলোনি এবং কশিঘাট এলাকায় ব্যাপক গঙ্গা নদীতে ভাঙ্গন শুরু হয়েছে গত তিনদিন আগে থেকে। ভাঙ্গন রোধের কাজ শুরু হলেও কাজ অতি নিম্নমানের বলে অভিযোগ স্থানীয়দের। নদী ভাঙ্গনের তীব্রতাই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা।গঙ্গা নদী থেকে মূল বাঁধের দূরত্ব অনেকটাই কমেছে।গঙ্গা নদীতে জল বাড়াই এই ভাঙ্গন বলে জানা গেছে। নদী ভাঙ্গনের এমন পরিস্থিতি নিয়ে বেজায় ক্ষুব্ধ নদী তীরবর্তী বাসিন্দারা। প্রশাসন সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ক্ষুব্ধ রয়েছেন স্থানীয়রা। ভাঙ্গন আটকাতে দ্রুত কোন স্থায়ী পদক্ষেপ না নিলে গোটা ভূতনি আগামী দিনে নিশ্চিহ্ন হয়ে যাবে এমনটা ও আশঙ্কা করছেন স্থানীয়রা। আজ রীতিমতো এলাকার সাধারণ মানুষরা গঙ্গা পারে এসে বিক্ষোভ দেখায় নিম্নমানের কাজের বিরুদ্ধে। অভিযোগ প্রতিবছর নিম্নমানের কাজ করে চলে যায় ঠিকাদার ফলে গঙ্গা ভাঙ্গন কোনভাবেই রোধ করা সম্ভব হয় না। তাই স্থায়ীভাবে কাজের দাবি তুলেছেন স্থানীয়রা। প্রতিবছর কাজের নামে শুধুমাত্র হরি লুট চলছে। মাটির বস্তার কাজও রয়েছে দুর্নীতি। এইভাবে কোন কোনভাবেই গঙ্গা ভাঙ্গন আটকানো সম্ভব নয়।আরো অভিযোগ করেন গতবছর ১০০ মিটার বাধ নদী গর্ভে চলে গেছে এ বছরও ইতিমধ্যেই ১০০ মিটার বাধ নদী গর্ভে চলে গেছে শুরুতেই ফলে আগামী দিনে ভবিষ্যৎ কি রয়েছে প্রশ্ন রেখেছেন স্থানীয়রা। ক্ষুব্ধ বাসিন্দারা প্রশাসনের দারস্ত হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রশাসন ব্যবস্থা না নিলে আন্দোলনের পথ বেছে নেবেন বলে জানান। রাতের পর রাত আতঙ্কে কাটাচ্ছেন কালুটোন টোলা ও কেশবপুরের বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here