গঙ্গার জল ঢুকতে আরম্ভ করেছে এলাকায়। জল বন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

0
213

মালদা:- গঙ্গার জল ঢুকতে আরম্ভ করেছে এলাকায়। জল বন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দ টোলা গ্রাম পঞ্চায়েত ও বিলাই মারি গ্রাম পঞ্চায়েতের অন্তত সাতটি গ্রামের বাসিন্দারা জলবন্দি। গ্রামে কয়েকটি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জল। সরকারি সাহায্যের দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। বিডিওকে পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়েছেন মালদার জেলা শাসক রাজর্ষি মিত্র। রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দ টোলা ও বিলাই মারি গ্রাম পঞ্চায়েত। এই দুইটি গ্রাম পঞ্চায়েত ফুলহার ও গঙ্গা নদী দিয়ে ঘেরা। বন্যা এখানে প্রতি বছরের ঘটনা। এবারও গঙ্গার জল স্তর বৃদ্ধি পাওয়ায় জল ঢুকে আরম্ভ করেছে এলাকায়। দুটি গ্রাম পঞ্চায়েতের অন্তগত সাতটি গ্রাম জলমগ্ন। জল বন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। জলের তলায় 50 বিঘা জমির ফসল। সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। মালদার জেলা শাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, বিডিওকে পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে। এলাকায় ত্রাণ শিবির রয়েছে প্রয়োজনে মানুষকে সেখানে সেট করা হবে বলে জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here