গঙ্গারামপুর ৭ অগাস্ট : ঢাক, কাশি, শঙ্খ উলুর ধনি ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন স্পোটিং ত্র্যান্ড কালচারাল ক্লাব এবং ইয়ুথ ক্লাবের খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি কাজ শুরু হল।

0
649

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,৭ আগস্ট,দক্ষিণ দিনাজপুর:-গঙ্গারামপুর ৭ অগাস্ট : ঢাক, কাশি, শঙ্খ  উলুর ধনি ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন স্পোটিং ত্র্যান্ড কালচারাল ক্লাব  এবং ইয়ুথ ক্লাবের খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি  কাজ শুরু হল। 

     দক্ষিণ দিনাজপুর জেলার বিগবাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন স্পোটিং ত্র্যান্ড কালচারাল ক্লাব। এবং ইয়ুথ ক্লাব। প্রতিবছর ইয়ুথ ক্লাব ও চিত্তরঞ্জন স্পোটিং ক্লাবের কর্মকর্তারা নতুন নতুন থিম তুলে ধরে জেলা সহ জেলার বাইরের দশনার্থীদের কাছে চমক তুলে ধরেন। 

    কিন্তু মাঝে দুই বছর করোনা আবহের জন্য বাজেট কাটছাঁট করে ছোট আকারে পুজো করতে হয়েছিল। এবছর পরিস্থিতি কিছুটা  স্বাভাবিক হওয়ায় জেলা বাসীর কাছে চমক তুলে ধরতে চলেছেন।

      এবছর ইয়ুথ ক্লাবের দুর্গা পুজো ৫১ বছরের পা রাখল। পরিবেশ বান্ধনের কথা মাথায় রেখে এবছর ইয়ুথ ক্লাবের কর্মকর্তারা কাল্পনিক গ্রাম্য পরিবেশের থিম তুলে ধরতে চলেছেন। এদিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ক্লাবের অন্যতম কর্মকর্তা বিপ্লব সেন,প্রদীপ সাহা প্রমুখ। 

     অপর দিকে চিত্তরঞ্জন স্পোটিং ত্র্যান্ড কালচারাল ক্লাবের পুজো এবার ৪৩ বছরে পড়ল। পুজোর থিম হিসাবে  আদিবাসীদের সংস্কৃতি।  যা দর্শকদের নজর করবে বলে  মনে করছেন পুজো কমিটির সদস্যরা।এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক টোটন সাহা,ক্লাব সভাপতি সনদ কুমার দত্ত প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here