গঙ্গারামপুর হাইরোড় সংলগ্ন এলাকা থেকে বিদ্যুৎ দপ্তর অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না।,এই দাবিতে দপ্তরের সামনে জমায়েত হয়ে সরব হলেন গঙ্গারামপুরের বেশ কিছু ব্যবসায়ী,মুখে কুলুপ বিদ্যুৎ দপ্তরের-ক্ষোভ সর্বত্র গঙ্গারামপুর,১ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর : হাইরোড় সংলগ্ন থেকে বিদ্যুৎ দপ্তর অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না। এই দাবিতে দপ্তরের সামনে জমায়েত হয়ে সরব হলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বেশ কিছু ব্যবসায়ীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
গঙ্গারামপুর শহরের প্রানকেন্দ্র চৌপথি সংলগ্ন শিববাড়ি রোড়ে একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে রয়েছে সাব বিদ্যুৎ দপ্তর। প্রতিদিন বহুমানুষের আনাগোনা হয়ে থাকে। চৌপথি সংলগ্ন এলাকায় গঙ্গারামপুর সাব বিদ্যুৎ দপ্তর দপ্তরটি থাকায় খুব অনায়াসে শহর সহ গ্রাম গঞ্জের মানুষ প্রয়োজনে কাজে যাতাযাত করতে পারেন। সাম্প্রতিক একটি খবর রটে যায় চৌপথি সংলগ্ন এলাকা থেকে বিদ্যুৎ দপ্তর ব্লক পাড়ায় চলে যাবে। এরপরেই এদিন গঙ্গারামপুর শহরের বেশ কিছু দোকানদার ও ব্যবসায়ীরা সরব হয়েছে। তাদের দাবি বিদ্যুৎ দপ্তরটি যেখানে রয়েছে সেখান অন্যত্র নিয়ে যাওয়া চলবে না।
ব্যবসায়ী সুনীল চন্দ্র সাহা বলেন,দীর্ঘদিন ধরে আমাদের চৌপথি এলাকায় গঙ্গারামপুর সাব বিদ্যুৎ দপ্তরটি রয়েছে। গাড়ি কিংবা টোটো থেকে নেমে খুব সহজে বিদ্যুৎ দপ্তরে পৌঁচ্ছানো যায়। হঠাৎ গত কয়েক দিন ধরে আমরা শুনতে পাচ্ছি বিদ্যুৎ দপ্তরটি না কি এখান থেকে সরিয়ে ব্লক পাড়ায় নিয়ে যাওয়া হবে।কিন্তু আমরা চাই যেখানে দপ্তরটি আছে। সেখানে যেন থাকে।কারন এখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা আছে।
ব্যবসায়ী সমীর ঘোষ বলেন,গঙ্গারামপুর চৌপথিতে রয়েছে বিদ্যুৎ দপ্তর। হঠাৎ করে আমরা শুনতে পাচ্ছি বিডিও অফিসের দিকে চলে যাবে বিদ্যুৎ দপ্তর। দপ্তরটি যেন কোথাও না যায় সেই দাবি আমরা জানাচ্ছি। বিপ্লবী ক্ষুদিরাম মার্কেটের সম্পাদক অরবিন্দ ঘোষ বলেন,বিদ্যুৎ দপ্তরটি যেন অন্যত্র চলে না যায় সেই দাবি আমরা জানাচ্ছি। কারন বিদ্যুৎ দপ্তরে ঘিরে বহু দোকানদারদের রুজি রোজগার নির্ভর করছে।