গঙ্গারামপুর সুভাষপল্লীতে অবস্থিত সুস্পর্শ সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডে মানুষজনকে ভালো পরিষেবা দেওয়ায় এ প্লাস সম্মানে সম্মানিত করা হলো, নার্সিংহোম কর্তৃপক্ষ জানালেন তারা দারুণ খুশি, আগামীতেও তাদের এই কাজ তারা চালিয়ে যাবেন।
শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, ১৪ জুলাই ,দক্ষিণ দিনাজপুর:———–রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডে বাসিন্দাদের পরিষেবা দিয়ে জেলার মধ্যে উল্লেখযোগ্য স্থান অধিকার করল গঙ্গারামপুরের একটি নামকরা নার্সিংহোম কর্তৃপক্ষ। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে গঙ্গারামপুরের পৌরসভার সামনে অবস্থিত সুপার স্পেশালিটি সুস্পর্শ নার্সিংহোমকে সরকারের এই কার্ডের মাধ্যমে পরিষেবা দেওয়াতে এপ্লাস সম্মানে পুরস্কৃত করল। সুস্পর্শ সুপার স্পেশালিটি নার্সিংহোম কর্তৃপক্ষ জানালেন, মানুষজনকে ভালো পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। জেলা স্বাস্থ্য দপ্তর যে সম্মান দিয়েছে তাতে আমরা দারুণ খুশি। আগামীতেও এমন পরিষেবা সকলকে দিয়ে যাব।
দক্ষিণ দিনাজপুর জেলায় যেসমস্ত বেসরকারি নার্সিংহোমগুলো রয়েছে তার মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য সব ধরনের স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন গঙ্গারামপুর পৌরসভার সামনে সুভাষপল্লীতে অবস্থিত সুস্পর্শ সুপার স্পেশালিটি নার্সিংহোম কর্তৃপক্ষ। নার্সিংহোম কর্তৃপক্ষ যখন তাদের পরিষেবা চালু করেছিল, তখন থেকেই তারা একটা কথা বলে আসছিলেন যে, তাদের এই সুপার স্পেশালিটি নার্সিংহোম থেকেই সব ধরনের পরিষেবা পাওয়া যাবে। যারা এখন বাইরে ছুটছেন চিকিৎসার জন্য ,তাদের আর অন্য কোথায় যেতে হবে না ।এখানেই তারা সমস্ত ধরনের পরিষেবা গুলি পেয়ে যাবেন। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সুস্পর্শ সুপার স্পেশালিটি নার্সিংহোম কর্তৃপক্ষকে স্বাস্থ্য সাথী কার্ড এর অন্তর্ভুক্ত করে তারা।জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষজনকে এই কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের অপারেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন।প্রায় বছরখানেক অতিক্রান্ত হওয়ার পরেই এই হাসপাতাল সাধারণ মানুষজনদের সরকারের তরফে স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে এত ভালো পরিষেবা দিয়েছেন যে এবছরে জেলা স্বাস্থ্য দপ্তর তাদের সুস্পর্শ সুপার স্পেশালিটি নার্সিংহোমকে এপ্লাস সম্মানে সম্মানিত করেছেন। এখান থেকেই সাধারণ মানুষজন এখন বিভিন্ন ধরনের যেমন জটিল অপারেশন করতে পারছেন ,তেমন একই ছাদের তলায় কলকাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাইরে চিকিৎসকেরাও চিকিৎসা পরিষেবা দিয়ে থাকছেন সুস্পর্শ নামে সুপার স্পেশালিটি এই নার্সিংহোমে।
এদিন সুস্পর্শ সুপার স্পেশালিটি নার্সিংহোমের অন্যতম কর্ণধর ডঃ কৌশিক চাকি জানিয়েছেন, আমরা মানুষজনদের বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে আসছি,যা আগামী দিনেও করে যাব।জেলা স্বাস্থ্য দপ্তর যে সম্মান দিয়েছে তাতে আমরা দারুণ খুশি।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, ভালো কাজ যারা করবে তাদের সম্মান জানানোই হবে।
জেলা প্রশাসনের কাছ থেকে গঙ্গারামপুরে সুভাষপল্লীতে অবস্থিত সুস্পর্শ সুপার স্পেশালিটি নার্সিংহোম কর্তৃপক্ষ এমন সম্মান পাওয়ায় সকলেই সাধুবাদ জানিয়েছেন।