গঙ্গারামপুর সুবাষ সেবী ক্লাবের পক্ষ থেকে রক্তদান ও বস্ত্র বিতরণ করা হলো।
গঙ্গারামপুর ২৪ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর —— শীতের মরশুমে মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকটের ফলে রোগীর আত্মীয়দের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সেই সমস্যা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো গঙ্গারামপুর ১৭ নম্বর ওয়ার্ডের সুভাষসেবি ক্লাব। এদিন ৩০ জন ক্লাব সদস্য ও সাধারণ মানুষজন রক্তদান করে পাশাপাশি ৮০০ জন দুস্থ মানুষজনদের বস্ত্র দান করা হয়। ক্লাবের পক্ষ থেকে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলার আই এন টি ইউ সি সহ-সভাপতি আনোয়ার হোসেন, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক কৌশিক সাহা, ওয়ার্ড কাউন্সিলর সুভাষ কুন্ডু। সহ সুভাষ সেবি ক্লাবের প্রত্যেকটি সদস্য বৃন্দ। এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর সুবাষ সেবী ক্লাবের পক্ষ থেকে রক্তদান ও বস্ত্র বিতরণ করা হলো