শীতল চক্রবর্তী,বুনিয়াদপুর,১৬ অগাস্ট,দক্ষিণ দিনাজপুর:-গঙ্গারামপুর সাব ডিভিশনাল এন্ড অ্যাডিশনাল ডিসটিক কোর্টের নতুন বিল্ডিং এর কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে আসছে। মঙ্গলবার ইলেকট্রিকাল ডিপার্টমেন্টি পি ডাব্লিউ ডি অফিস থেকে জুডিশাল ডিপার্টমেন্টের হতে হ্যান্ড ওভার করছেন। খুশি হয়েছে কোর্টের আইনজীবী ও মুহুরীরা।

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কোট মোড়ে পুরাতন বিল্ডিং কে ঘিরে এক সপ্তাহ অবস্থান বিক্ষোভ করেছিলেন গঙ্গারামপুর সাব ডিভিশনাল এন্ড অ্যাডিশনাল ডিসটিক কোর্টের আইনজীবী ও মুহুরীরা। তার দীর্ঘ কয়েক দিন পর মঙ্গলবার নতুন বিল্ডিং এর ইলেকট্রিকাল ডিপার্টমেন্টি পি ডাব্লিউ ডি অফিস থেকে জুডিশাল ডিপার্টমেন্টের হতে হ্যান্ড ওভার করা হয়েছে। খতিয়ে দেখলেন নতুন বিল্ডিং এর সমস্ত কাজকর্ম ও ইলেকট্রিক্যাল পার্ট গুলিও। বুধবার নতুন কোর্টের সিভিল পার্ট যেটি রয়েছে সেটিও তুলে দেয়া হবে। এদিন সেখানে উপস্থিত ছিলেন এডিশনাল সেশন ওফ ডিস্টিক জার্জ মিন্টু মন্ডল, সরকারি আইনজীবী প্রতুল মৈত্র সহ বিভিন্ন আইনজীবীরা।

এ বিষয়ে সরকারি আইনজীবী নতুন মৈত্র জানিয়েছেন আজকে নতুন বিল্ডিং এর ইলেকট্রিকাল ডিপার্টমেন্টি পি ডাব্লিউ ডি অফিস থেকে জুডিশাল ডিপার্টমেন্টের হতে হ্যান্ড ওভার করা হয়েছে। অতি দ্রুত নতুন বিল্ডিং এ আমরা বসতে পারবো।
এ বিষয়ে এডিশনাল সেশন অফ ডিস্ট্রিক্ট জাজ মিন্টু মন্ডল জানিয়েছেন আজকে থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের পার্টি পিডাব্লিউডি অফিস থেকে জুডিশাল ডিপার্টমেন্টের হাতে হাতে হচ্ছে।