শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ১৮ জুলাই দক্ষিণ দিনাজপুর:-কোদালের কোপে মাটির নিচ থেকে উঠে এল প্রাচীন মূর্তি। ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে গঙ্গারামপুরে শহর জুড়ে। উদ্ধার হওয়া মূর্তি ঘিরে ইতিহাস গবেষকদের মধ্যে শুরু হয়েছে চুল ছেড়া বিশ্লেষণ।
গঙ্গারামপুর শহরের ১৫ ওয়ার্ডের বাণগড় সংলগ্ন রাজীবপুর ক্যাথলিক চার্চ অবস্থিত। গত কয়েকদিন ধরে ক্যাথলিক চার্চে চলছিল এটি ঘর তৈরির কাজ। এদিন ঘর তৈরির জন্য মাটি খোঁড়াখুঁড়ি কাজ চলার সময় আচমকায় শ্রমিকদের কোদাল বিকট অওয়াজ হয়। মাটির নিচে কোদালের সঙ্গে আওয়াজ হতে শ্রমিকের কৌতুহল বেরে যায়। কি রয়েছে মাটির নিচে? এমন কৌতুহল বাড়তে শ্রমিকরা ভালো করে খোঁড়াখুঁড়ি করতে বেরিয়ে আসে একটি প্রাচীন মূর্তি। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর যায় থানায়। এরপর গঙ্গারামপুর থানার পুলিশ রাজীবপুর ক্যাথলিক চার্চে ছুটে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি মূর্তিকে বালুরঘাট মিউজিয়ামে পাঠানোর তৎপরতা শুরু করেছে।
উদ্ধার হওয়া প্রাচীন পাথারের মূর্তির উচ্চতা প্রায় তিন ফুট। এবং চওড়া প্রায় দেড় ফুট। ইতিহাস গবেষকরা মনে করছেন উদ্ধার হওয়া প্রাচীন মূর্তিটি সূর্য মূর্তি।
এপ্রসঙ্গে ইতিহাস গবেষক কৌশিক বিশ্বাস জানান প্রাচীন দিনাজপুর অঞ্চলের ধর্মীয় জীবনে সূর্য উপাসনার প্রভাব খুব গুরুত্বপূর্ণ ছিল। সমস্থানক ভঙ্গিতে দন্ডায়মান এই সূর্যমূর্তি টি নিঃসন্দেহে দক্ষিণ দিনাজপুরের প্রত্নতাত্ত্বিক সম্ভারে এক নতুন মাত্রা যুক্ত করবে