গঙ্গারামপুর শহরের ফুটবল ক্লাবের এবারের দুগা পুজোর থিম “আদিবাসী পল্লী”

0
187

গঙ্গারামপুর শহরের ফুটবল ক্লাবের ৪৮তম বর্ষে এবারের দুগা পুজোর থিম “আদিবাসী পল্লী”, বুধবার দুর্গাপূজার প্যান্ডেল তৈরি কাজের সূচনা করেন খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুরসভার চেয়ারম্যান, উপস্থিত থাকলেন ক্লাবের বহু সদস্যরা শীতল চক্রবর্তী বালুরঘাট ৩০জুলাই দক্ষিণ দিনাজপুর। গাছ লাগান প্রাণ বাঁচান, এই আহ্বানকে সামনে রেখে খুঁটি পূজার মধ্য দিয়ে সবুজায়নের বার্তা দিল গঙ্গারামপুরের একটি নামকরণ দুর্গাপূজা ক্লাবের সদস্যরা। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হালদারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির ,যার পরিচালনায় থাকে গঙ্গারামপুরে ফুটবল ক্লাব,তাদের এবার দুর্গা পুজোর থিম “আদিবাসী পল্লী”,এই ক্লাবের এবছর ৪৮তম বর্ষে দুর্গাপুজোর প্যান্ডেলের কাজের সূচনা করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের হাত দিয়ে খুঁটি পুজোর মাধ্যমে।সেখানে ক্লাবের সভাপতি সম্পাদক অন্যতম সদস্য সহ একাধিক বাসিন্দারা উপস্থিত ছিলেন। তাদের পুজোতে এবারও থাকছে চমক,তারাই হবে জেলার সেরা সেরা আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। উদ্যোক্তাদের এমন কাজকে সাধুবাদ জানালেন পুরসভার চেয়ারম্যান।
বিগ বাজেটের দুর্গা পূজা বলতে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে প্রতিবছরই চমক দেন গঙ্গারামপুর শহরের ১৪নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুর ফুটবল ক্লাব। বুধবার দুপুরে খুঁটি পুজোর মধ্য দিয়ে ফুটবল ক্লাবের ৪৮তম বর্ষের দুর্গাপুজোর প্যান্ডেল তৈরির কাজ শুরু করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।দুর্গা পূজার এবারের ফুটবল ক্লাবের থিম “আদিবাসী পল্লী”,যেখানে আদিবাসী সমাজের জীবনযাত্রা ও বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে। গঙ্গারামপুর ফুটবল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে,প্রায় ২২লক্ষ টাকা ব্যয়ে এই থিমের প্যান্ডেল তৈরি করা হবে।প্রতিমাতেও থাকছে বিরাট চমক,থাকবে বিরাট মাপের আলোকসজ্জা।তুলে ধরা হবে সরকারের একাধিক উন্নয়নে মুলক কাজ। গঙ্গারামপুর শহরে যে কয়টি বিগ বাজারের পুজো হয় তার মধ্যে সকলে পূজো দেখে বিরাট আকারের ফুটবল ক্লাবের এই মাঠে মেলা দেখে সকলে আনন্দ উপভোগ করে থাকে। তাই এবছরের দুর্গ পুজোতে থাকছে বিরাট আকারের চমক তাদের পুজোতে।
এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,যিনি পূজাচর্চার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্যান্ডেল তৈরির সূচনা করেন।যেখানে ক্লাবের সম্পাদক বরুন সরকার, সভাপতি, অন্যতম সদস্য গৌড়পদ ঘোষ , সোনাতন হালদার, রামপ্রসাদ হালদার,বাপ্পা সন্ন্যাসী, উত্তম সন্ন্যাসী , মিহির ঘোষ,মানিক ঘোষ, সুরোজিত হালদার, হরিলাল রায়, অনন্ত রায়,সহ আরো অনেকেই।
এবারে তাদের দুর্গা পুজোর থিম জেলায় যথেষ্ট সাড়া ফেলবে বলে মনে করছেন ক্লাব কর্তপক্ষ।
গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান, প্রতিবছর এই ক্লাবটি অন্যতম দুর্গাপূজা উপহার দিয়ে থাকে। খুঁটি পূজার মধ্যে দিয়ে তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। দুর্গাপূজায় দর্শনার্থীদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফুটবল ক্লাবটি।
ফুটবল ক্লাবের সম্পাদক বরুন সরকার হলেন,”এভাবেও আমাদের দুর্গাপুজো জেলার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। খুঁটি পূজার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। থাকবে সরকারি প্রচার সহ পুজোর দর্শনার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থাও।” এবার গঙ্গারামপুরের ফুটবল ক্লারের দুর্গাপূজা জেলার সেরার তালিকায় থাকবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here