গঙ্গারামপুর শহরের নিউমার্কেটের তরুণের আহ্বান ক্লাবের শ্যামা পুজাতে থাকে বিশেষ চমক,স্বাধীনতা সংগ্রামী প্রয়াত স্বর্ণ কমল মিত্রের হাতে প্রতিষ্ঠিত এই ক্লাবটি,বর্তমানে রাজ্যের মন্ত্রীর এই ক্লাবের পুজা সকলের কাছে থাকে আকর্ষণ, ক্লাব কর্তৃপক্ষের স্লোগান, তরুণের আহ্বান ক্লাবের শ্যামাপূজোতে আসতে হয় নইলে পিছিয়ে পড়তে হয়

0
333

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৩ শে অক্টোবর দক্ষিণ দিনাজপুর:-রাজ্যের মন্ত্রীর ক্লাবের শ্যামা পূজা ৫৩তম বর্ষ হলেও কোভিদ পরিস্থিতির কারণে এবার তারা সুবর্ণজয়ন্তী বর্ষ পালন করছে।প্যান্ডেল, প্রতিমা,আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই ক্লাবটি উত্তরবঙ্গের পূজা দর্শনার্থীদের কাছে ভিন্নমাত্রা এনে দেয় শ্যামা পূজাতে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের নিউমার্কেটের প্রয়াত স্বাধীনতা সংগ্রামী স্বর্ণ কমল মিত্রের হাতে প্রতিষ্ঠিত তরুণের আহ্বান ক্লাবের শ্যামা পূজা দেখতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। সব মিলিয়ে এবারও যে এই ক্লাবের শ্যামা পূজা সকলকে আনন্দ দিবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

     দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা নিউমার্কেটে অবস্থিত তরুনের আহ্বান নামে এই ক্লাবটি। ক্লাবটি প্রয়াত স্বাধীনতা সংগ্রামী স্বর্ণকমল মিত্রের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে তার পুত্র রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। আরেক পুত্র রয়েছেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।এই ক্লাবের সদস্য সংখ্যা বাকি জেলার ক্লাব গুলোর উপরেই থাকবে বলে জানা গেছে।

    শ্যামা পূজা বলতে দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে সারা জাগানো পুজা করে থাকে গঙ্গারামপুরের নিউমার্কেটে তরুণের আহ্বান নামে এই ক্লাবটি। ভিন্ন ধরনের মাত্রা শ্যামা পূজা দর্শনার্থীদের কাছে এক বিরাট আকর্ষণ থাকে এই ক্লাবের যা এই ক্লাবটি বহুদিন ধরেই ধরে রেখেছে। এবছর তাদের ক্লাবের শ্যামা পূজা ৫৩তম বর্ষে পদার্পণ করলেও, গত দু’বছর কোভিদ ১৯পরিস্থিতির কারণে শ্যামাপূজো সেই অর্থে বড় করে করতে পারেননি তখনকার পরিস্থিতির উপর নির্ভর করে। তাই এবছর তারা ৫০তম বর্ষে সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করছে মহা ধুমধাম সহকারে।প্যান্ডেল থেকে প্রতিমা আলোকসজ্জাতে থাকছে বিরাট চমক।নামকরা শিল্পীদের দিয়ে তৈরি করা প্রতিমা, প্যান্ডেল ,আলোকসজ্জা বরাবরই সুনাম ধরে রেখেছে দীর্ঘদিন ধরে এই ক্লাবটি।

  ক্লাব সূত্রে জানা গেছে, সুবর্ণ জয়ন্তী বর্ষ এবছর তারা পালন করায় ২৬ ও ২৭ তারিখে বহিরাগত শিল্পী সমন্বয়ে বিরাট সংস্কৃতিক অনুষ্ঠান করতে চলেছে তারা। সেইসঙ্গে দুস্থদের মধ্যে বস্ত্রদানও করা হবে।

      তরুণের আহ্বান ক্লাব সূত্রে জানা গেছে ,সারা বছরই এই ক্লাবের সদস্যরা সমাজ সেবামূলক কাজ করে যান।সেটা বন্যার সময়ই হোক,বা কোভিদ ১৯পরিস্থিতি হোক না কেন।দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করাই হোক।

 ক্লাবের পুজো কমিটির অন্যতম সদস্য দেব কুমার বাগচি জানিয়েছেন,আমরা পুজাতে কি থিম নিয়ে এসেছি এখন তা প্রকাশ করব না। শুধু একটা কথাই বলব তুরুনের আহবান ক্লাবের পুজা দেখতে হয় নইলে পিছিয়ে পড়তে হয়।

 সব মিলিয়ে এবছরও যে তরুনের আহ্বান ক্লাবের শ্যামা পুজোতে পূজো দর্শণার্থীরা ব্যাপক আনন্দ পাবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here