গঙ্গারামপুর ল- ক্লার্ক অ্যাসোসিনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হলো।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ২৮ তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্টা দিবস উপলক্ষে গঙ্গারামপুর ব্লকে ল – ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুস্থদের দের মধ্যে কম্বল দেওয়া হলো। অনুষ্ঠানের শুরুতে আসা সকলকে অতিথিদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গঙ্গারামপুর ব্লকের বি. ল. ও অফিসার গোপাল বিশ্বাস, ব্লক সভাপতি শঙ্কর সরকার, ওয়ার্ড কাউয়ান্সিলার সুবাস কুন্ডু, অ্যাসোসিয়েশনের কর্ণধর অসিত মালাকার, সভাপতি আনিছুর আলী সরকার, সম্পাদক চম্পক সূত্রধর সহ এসোসিয়েশনের সদস্যরা। কর্ণধর অসিত মালাকার জানান অফিসে আসা বৃদ্ধ-বৃদ্ধাদের টাকা পয়সা না থাকলে এসোসিয়েশনের পক্ষ থেকে বিনামূল্যে কাজ করে দেওয়া এবং যাওয়ার ভাড়াও দেওয়া হবে হবে। ল-ক্লক মোহরী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে
অ্যাসোসিয়েশনের কর্ণধর অসিত মালাকার জানিয়েছেন শীতেদুস্থদের কথা মাথায় রেখে কম্বল দেওয়া হল। এছাড়াও বি এল, ও অফিসে মোহুরি দের কাছে আসা বৃদ্ধ বৃদ্ধারা টাকা না থাকলে সরকারি ফর্ম যাওয়া আসা বাবদ সব খরচা মুহুরীরা প্রদান করবে।