গঙ্গারামপুর রেল স্টেশনে যাত্রীশেড ও রামপুরে রেল স্টেশনে রেক পয়েন্টের উদ্ধোধন করলেন সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার

0
166

গঙ্গারামপুর রেল স্টেশনে যাত্রীশেড ও রামপুরে রেল স্টেশনে রেক পয়েন্টের উদ্ধোধন করলেন সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, সাধুবাদ জানিয়েছেন সকলেই

              গঙ্গারানপুর ১১ মে দক্ষিণ দিনাজপুর : দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে গঙ্গারামপুর রেল স্টেশনে যাত্রীশেড ও রামপুরে রেল স্টেশনে রেক পয়েন্টের উদ্ধোধন হল। গঙ্গারামপুরে যাত্রীশেডের উদ্ধোধন হতে স্বাস্তির হাফ ছাড়লেন গঙ্গারামপুর বাসী।

২০০৪ সালে একলাখী বালুরঘাট রেল প্রকল্পের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর  জেলায় রেল পরিষেবা চালু হয়। দক্ষিণ দিনাজপুর জেলার রেল স্টেশন গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর রেল স্টেশন।  ব্যবসায়ী ও চিকিৎসা পরিষেবার জন্য  প্রতিদিন গঙ্গারামপুর সহ তপন, কুমারগঞ্জ ,বালুরঘাট ব্লক সহ  আশেপাশে এলাকার কয়েক হাজার মানুষজন  গঙ্গারামপুর রেলস্টেশন  থেকে কলকাতা,শিলিগুড়ি ও  দুরপাল্লায় পাড়ি দিয়ে থাকেন। রেল পরিষেবা চালু হবার পর থেকে গঙ্গারামপুর রেলস্টেশনের প্লাটফর্ম ছিল নিচু । পথবাতি ও শৌচাগারের ব্যবস্থা ছিল না।  যাত্রীশেড না থাকার জন্য ট্রেন ধরার জন্য যাত্রীদের রোদ,ঝড়,জল বৃষ্টি মাথায় নিয়ে দাড়িয়ে থাকতে হত।  ফলে চরম সমস্যায় পড়েন  যাত্রীরা। যাত্রীশেড,দ্বিতীয় প্ল্যাটফর্ম,ফুট ওভার ব্রিজ সহ স্টেশনের একাধিক উন্নয়নের দাবিতে সরব হয় গঙ্গারামপুর রেলস্টেশন উন্নত কমিটি ও ব্যবসায়ী সমিতি। দীর্ঘ  আন্দোলনের জেরে প্লাটফর্ম উঁচু করা সহ পথবাতি ও পানীয়জলের ব্যবস্থা শৌচাগারের ব্যবস্থা করে রেল দপ্তর। কিন্তু  যাত্রী শেড তৈরি হচ্ছিল না। এতে ক্ষোভ বাড়ছিল যাত্রীদের মধ্যে।  স্টেশনে আসা যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে বালুরঘাট লোকসভার  সাংসদ সুকান্ত মজুমদার গঙ্গারামপুর রেলস্টেশনের যাত্রী শেড তৈরির জন্য প্রায় ১৪ লক্ষ টাকা বরাদ্দ করেন। সেই এতদিন শেড তৈরি কাজ চলছিল। শেড তৈরির কাজ সম্পন্ন হতেই  বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে গঙ্গারামপুর রেলস্টেশনে   যাত্রীশেড উদ্ধোধন করা হল।  ফলক উন্মোচন করে  যাত্রীশেডের উদ্ধোধন করেন বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার।                                                      সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি জানান, মানুষজনদের সুবিধায় পরিষেবা গুলো এনে দেওয়া হচ্ছে। চেষ্টা করব আগামী দিনে আর আরো ভালো কাজ করার।

কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু চৌধুরী বলেন, উন্নয়নের নতুন পালক জুড়ে গেল। আগামী দিনে আরও কাজ করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু চৌধুরী,গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়,তপনের বিধায়ক বুধরাই টুডু,গঙ্গারামপুর রেলস্টেশন উন্নয়ন কমিটির অন্যতম কর্মকর্তা প্রত্যুষ তালুকদায়,গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক কমলেশ ফৌজদার,ব্যবসায়ী সমিতির অন্যতম কর্মকর্তা রামগোপাল বিশ্বাস ,চয়ন হোড় প্রমুখ।

অপর দিকে তপন ব্লকের অন্তরগত রামপুরের রেলের রেক পয়েন্টের উদ্ধোধন করা হয়।  এতে কাচামাল আমদানি ও রপ্তানি করতে সুবিধা হবে।

জেলা সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের উন্নয়নে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here