গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি আড়াই কিলোমিটার রাস্তার কাজের সূচনা

0
41

গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি আড়াই কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন মন্ত্রী বিপ্লব মিত্র,উপস্থিত থাকলেন মেন্টর,এলাকার তৃণমূল নেতা মজিরুদ্দিন মন্ডল ওরফে ঢলু সহ আরো অনেকেই ,অনুষ্ঠানে ভিড় হলো ব্যাপক

শীতল চক্রবর্তী বালুরঘাট ৭ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মন্ত্রীর হাত দিয়ে বেশ কয়েকটি রাস্তার কাজের সূচনা হলো।শুক্রবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর অনুষ্ঠান করে বিভিন্ন রক্ত সূচনা করেন রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে জেলা পরিষদের মেন্টার শংকর সরকার,নন্দনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি, এলাকার তৃণমূল নেতা তথা গঙ্গারামপুর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মজিরুদ্দিন মন্ডল ওরফে ঢলু, নন্দনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এসানুর কবির, চেয়ারম্যান মহেন্দ্র চৌধুরী সহ আরো অনেকেই।জানা গিয়েছে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সাদিপুর ভায়া কবিরপুর থেকে নাগন ভাঙ্গা মসজিদ পযন্ত আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা বামেদের সময় থেকেই ছিল। বহুদিন এই রাস্তার বেহাল থাকার কারণে সমস্যায় পড়েছিল এলাকার মানুষজন। তৃণমূল নেতা মজুর উদ্দিন মন্ডল এর কাছে রাস্তা সংস্কারের দাবি করলে তিনি রাজ্যের বিপ্লব মিত্রের দারস্ত হন। তিনি রাস্তাগুলো অনুমোদন করে দেন বলে খবর। সেই রাস্তা গুলি শুক্রবার বিকেলে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের সূচনা করা হলো। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,”ঢলু দাবি রেখেছিল মানুষজনদের জন্য এই রাস্তা গুলি করার জন্য। রাস্তাগুলো অনুমোদন করে দিয়ে আজ তার কাজের সূচনা করা হলো। আগামীতে এমন রাস্তার কাজ আরো করা হবে।” এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা গঙ্গারামপুর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মজিরুদ্দিন মন্ডল ওরফে ঢলু জানিয়েছেন,”উন্নয়নের কাজ করার জন্য মন্ত্রী যে উদ্যোগ নিয়েছে তাতে সকলেই খুশি হয়েছে।কাজের সূচনা হলো মানুষজনের অনেক সুবিধা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here