গঙ্গারামপুর বিজেপির টাউন মহিলা মোচার মণ্ডল কমিটির উদ্যাগে গঙ্গারামপুর হাইরোড়ে চায়ে পে চচায় যোগদান করলেন ডক্টর সুকান্ত মজুমদার, অনুষ্ঠানে ভিড় হল ভালোই
গঙ্গারামপুর ১১মে দক্ষিণ দিনাজপুর-চায়ে পে চচায় যোগদান করলেন জেলার সাংসদ তথা রাজ্যে বিজেপির সভাপতি।বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিজেপির টাউন মহিলা মোচার মন্ডল কমিটির উদ্যাগে গঙ্গারামপুর হাইরোডে জেলার সাংসদ তথা বিজেপির রাজ্যে সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার হাজির হয়েছিলেন। তিনি একটি পথ সভাও করেন গঙ্গারামপুর চৌপতিতে। সেখানে জেলা বিজেপির সাংসদ ছাড়াও বিজেপির জেলা সভাপতি সরূপ চৌধুরী বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপির টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ, বিজেপির জেলা নেতা অশোক বর্ধন, প্রদীপ সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। জেলার সাংসদ তথা বিজেপির রাজ্যে সভাপতি থেকে শুরু করে উপস্থিত বিজেপি নেতারা সকলেই রাজ্যে তৃণমুল সরকারের কড়া সমলোচনা করেন। বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুর হাইরোড়ে গঙ্গারামপুর বিজেপির টাউন মহিলা মোচার মন্ডল কমিটির উদ্যাগে চায়ে পে চচায় যোগদান করলেন জেলার সাংসদ তথা রাজ্যে বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার।সেখানে তিনি চায়েপে চচা অনুষ্ঠানে যোগদান করেন।পরে একটি সভাতে যোগদান করতে উঠে ডক্টর সুকান্ত মজুমদার চৌপথিতে একটি সভা করেন।
সেখানেই তিনি বলেন,আপনাদের সাংসদ কাজ করেনি একথা বলতে পারবেন না।কেন্দ্রীয় সরকারের একজন সাংসদ হিসেবে বহু কাজ করেছি।যা আগামী দিনেও করে যাব। সেই সঙ্গে তৃণমূলের নেতাদের দুর্নীতি থামানোর বিষয়ে হুমকি দেন। সাংসদ কাজ করেছে,দেশের মধ্যে এক নম্বর সাংসদ হয়েছে। তাই দুর্নীতিবাজ তৃণমূলকে মানুষজন ভোট দেবে না।
এদিনের অনুষ্ঠানে গঙ্গারামপুর হাইরোড়ে ভিড় হয়েছিল ভালোই।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর গঙ্গারামপুর বিজেপির টাউন মহিলা মোচার মণ্ডল কমিটির উদ্যাগে গঙ্গারামপুর হাইরোড়ে চায়ে পে...