রাজ্যের মন্ত্রী বিপ্লব বিপ্লব মিত্রের হাত ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের নিউমার্কেটে তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো,উপস্থিত থাকলেন জেলার সর্বস্তরের একাধিক তৃণমূল নেতৃত্বরা ,করা হল বিরাট মিছিল
গঙ্গারামপুর ১জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের নিউমার্কেটে এলাকায় নতুন রূপে সেজে উঠল জেলা তৃণমূলের দলীয় কার্যালয়টি।রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরেই তৃণমূলের জেলার সর্বস্তরের একাধিক নেতার উপস্থিতিতে দলীয় কার্যালয়ের নতুন রূপে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে উদ্বোধন করা হয়।নতুন করে জেলা তৃণমূলের অফিস ফের চালু হওয়ায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরাও খুশি হয়েছেন। একটা সময় ছিল যখন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় থেকেই জেলা তৃণমূলের অফিস ছিল গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের নিউমার্কেটের এই এলাকাটিতেই। সেই অফিস থেকেই জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র বহুদিন ধরে কাজ চালিয়ে এসেছেন দলের। পরবর্তী কিছু সময়ের জন্য জেলা তৃণমূলের সভাপতি পরিবর্তন হবার পরে অন্যত্র কিছু জায়গায় দলীয় পার্টি অফিস তৈরি হলেও তা নিয়ে ছিল নানা ধরনের বিতর্ক।কিছুদিন আগেই জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকারকে তার পথ থেকে সরিয়ে দিয়ে সেই জায়গায় বসানো হয়েছে বংশীহারী ব্লকে পুরনো তৃণমূল কংগ্রেস নেতা সুভাষ ভায়েলকে।বর্তমানে তিনি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস অন্যতম নেতৃত্ব,রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।চেয়ারম্যান কুমারগঞ্জে নিখিল সিংরায়কে তার পদ পরিবর্তন করে সেই পদে বসানো হয়েছে কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মন্ডলকে। বর্তমানে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র ও চেয়ারম্যান প্রশান্ত মিত্রের উদ্যোগে পুরাতন সেই অফিসটি নতুনভাবে সেজে উঠেছে নিউমার্কেটের দলীয় পার্টি অফিসটি।১জানুয়ারি জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই দিবসকে সামনে রেখে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের নিউমার্কেট এলাকায় ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।পতাকা পতাকা উত্তোলনের পাশাপাশি মিছিল করে পার্টি অফিসে পৌঁছান মন্ত্রী সহ জেলা তৃণমূলের একাধিক নেতৃত্বরা।অনুষ্ঠানে রাজ্যের মধ্যে বিপ্লব মিত্র ছাড়াও জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভায়েল, জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা বিধায়ক তোরাব হোসেন মন্ডল,জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,কুশমন্ডির বিধায়ক রেখা রায়, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র,গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের মিডিয়া কনভেনর জয়ন্ত কুমার দাস ,তৃণমূলের সহ-সভাপতি অমলেন্দু ভূষণ সরকার, তৃণমূল নেতা চিরঞ্জিত মিত্র,বিপ্লব খা,তৃণমূলের একাধিক কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সভাপতি , পঞ্চায়েতের প্রধান,ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ জেলা তৃণমূলের সর্বাধিক নেতৃত্বরা অবস্থিত ছিলেন। জেলা তৃণমূলের অভিভাবক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, পুরনো এই অফিস থেকেই দল পরিচালনা করে এসেছি। দলের প্রতিষ্ঠা দিবসের দিনেই নতুনভাবে সুসজ্জিত দলীয় কার্যালয় উদ্বোধন করা হলো।কাজ করতে কোন অসুবিধা হবে না দলীয় কর্মীদের। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভায়েল জানিয়েছেন, এখান থেকেই তৃণমূলের অফিস পরিচালনা করতে সুবিধা হবে। পুরনো অফিস নতুন ভাবে সেজে উঠল কর্মীরাও নানান সুবিধা নিয়ে কাজ করবেন। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান ও জেলার কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি আবু হায়দার আলী জানিয়েছেন, জেলা তৃণমূলের এই অফিস থেকেই দল পরিচালিত হবে।ভালো লাগছে পুরনো জায়গাতেই অফিস নতুন করে চালু হওয়ায়। এদিন তৃণমূলের জেলা কার্যালয়ের উদ্বোধনের আগে এক বিরাট মিছিল বের করা হয়।যে মিছিলে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও নেতারা উপস্থিত ছিলেন। জেলা তৃণমূলের দলীয় কার্যালয় গঙ্গারামপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের নিউমার্কেটে নতুনভাবে চালু হওয়ায় দলীয় কর্মী সমর্থকেরা সকলেই সাধুবাদ জানিয়েছেন জেলা নেতৃত্বের উপরে ।