গঙ্গারামপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পি ডাবলু ডি পাড়ার শিব মন্দির নদী ঘাট এলাকায় লোকনাথ বাবার মন্দির উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র খাওয়ানো হলো বহু ভক্তকে প্রসাদও।

0
435

 শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর ,30 আগস্ট, দক্ষিণ দিনাজপুর:-লোকনাথ বাবার জন্ম দিবস পূর্ণ তিথিতে মহা ধুমধাম সহকারে লোকনাথ বাবার পুজো অর্চনার মধ্যে দিয়ে বিশাল মন্দিরের উদ্বোধন করা হলো। সেই সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিও পালন করা হলো সেই মন্দিরেই। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের পি ডাব্লুডি পাড়ার পুনর্ভবা নদী সংলগ্ন শিবমন্দিরঘাট এলাকায় লোকনাথ বাবার মন্দির উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন থেকে শুরু করে যার উদ্যোগে এই মন্দির নির্মাণ সেই শিখা বাগচী, দেব কুমার বাগচী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মন্ত্রী থেকে শুরু করে চেয়ারপারসনেরা জানালেন, এই জায়গাটি সুন্দরভাবে গড়ে তোলার জন্য তিনি সব ধরনের সহযোগিতা করবেন। আগামী দিনে যেন এই স্থানে আসলে মানুষজনের মন ভাল হয় তার জন্য তারা যথেষ্ট চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

বেশ কয়েকবছর ধরেই গঙ্গারামপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের p.w.d. পাড়ার শিব মন্দির পুনর্ভবা নদী ঘাট সংলগ্ন এলাকার লোকনাথ বাবার মন্দিরটির কাজের সূচনা করেন। মূলত বিশিষ্ট সমাজসেবী দেব কুমার বাগচী সহধর্মিনী শিখা বাগচীর মাধ্যমেই এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়।দেব কুমার বাগচী ও তার সহধর্মিণী শিখা দেবীর উদ্যোগেই এই মন্দির তৈরি করার কাজ শুরু হয় সেই আমি বলে খবর। যা সুন্দর আকার একটি মন্দিরের রূপ পেয়েছে পুনর্ভবা নদী সংলগ্ন এলাকায়।সোমবার শ্রীকৃষ্ণের যেমন জন্ম অষ্টমী তিথি রয়েছে, যেমনি লোকনাথ বাবার জন্ম উৎসব তিথিও রয়েছে। সেই উৎসবকে সামনে রেখে লোকনাথ বাবার মূর্তি বসিয়ে মন্দির এর সূচনা করা হয় রাজ্যের কৃষি ও বিপণন মন্দির বিপ্লব মিত্র হাত দিয়ে। সেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারপারসন সুদীপ্ত মুখার্জি, পৌর প্রশাসক বোর্ডের সদস্য তুলসী প্রসাদ চৌধুরী, অমল সরকার, অমিতা সরকার বিশ্বাস, প্রাক্তন কাউন্সিলর সুজাতা সরকার, সুভদ্রা রাজবংশী , আইনজীবী মানিক দেব, যার মাধ্যমে এই মন্দিরের তৈরীর কাজ সম্পূর্ণ হয়েছে সেই সমাজসেবী দেব কুমার বাগচী তার সহধর্মিণী শিখা বাগচী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।এ বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, সুন্দর একটি পরিকল্পনা এখানে যারা আসবে তাদের মন ভালো থাকবে তাদের। প্রয়োজনীয় সহযোগিতা লাগবে উদ্যোক্তাদের সেই ধরনের সহযোগিতা করা হবে। 

   গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপারসন প্রশান্ত জানিয়েছেন, এমন একটি মন্দির হওয়ায় এখানে যারা আসবেন তাদের অনেকটাই আনন্দিত হবে মন ভালো থাকবে। আমি পৌরসভার তরফেই এই এলাকায় একটি ফুলের বাগান তৈরি করে দেওয়া যায় কিনা সে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে।যার মাধ্যমে এমন একটি সুন্দর মন্দির নির্মাণ হওয়া সেই সমাজসেবী দেব কুমার বাগচীর সহধর্মিনী শিখা বাগচী জানিয়েছেন, অনেক দিনের আশা ছিল এখানে একটি লোকনাথ বাবার সুন্দর মন্দির গড়ে উঠবে। এতদিনে সেই আশা পূরণ হয়েছে। মন্ত্রীর হাত দিয়ে মন্দিরের উদ্বোধন করা হলো। বহু ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়েছে। এমন অনুষ্ঠানে ভক্তদের ভিড় হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here