গঙ্গারামপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের p.w.d. পাড়াতে জিয়ান ফার্মাসিটিক্যাল প্রাইভেট লিমিটেডের নতুন শোরুম এর উদ্বোধন করলেন সংস্থার কর্ণধার।

0
474

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 11 ই আগস্ট দক্ষিণ দিনাজপুর:-একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জিয়ান ফার্মাসিটিক্যাল প্রাইভেট লিমিটেড নতুন কসমেটিক শোরুম এর উদ্বোধন হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের p.w.d. পাড়াতে শোরুমের উদ্বোধন করেন সংস্থার কর্ণধার আব্দুল সাদেক সরকার। সেখানে বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে শোরুম এর মালিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শোরুমের তরফে জানানো হয়েছে অর্ধেক টাকায় লকডাউন এর সময় সকলের কথা মাথায় রেখেই যেকোনো ধরনের কসমেটিক্স প্রোডাক্ট গ্রাহকেরা কিনতে পারবেন।

জিয়ান ফার্মাসিটিক্যাল প্রাইভেট লিমিটেডের তরফে ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার তপন, কুমারগঞ্জ হিলি হরিরামপুর থেকে শুরু করে জেলার অলিগলিতে তাদের এই কসমেটিক্স প্রোডাক্ট এর শোরুম খুলেছে। যা আরো একটি শোরুম গঙ্গারামপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পিডাপিডি পাড়াতে সংস্থার তরফে খোলা হল। এ দিলেই শোরুমের ফিতে কেটে উদ্বোধন করেন জিয়ান ফার্মাসিটিক্যাল প্রাইভেট লিমিটেডের কর্ণধর আব্দুস সালেক সরকার।

সেখানে ক্ষুদিরাম মার্কেটের সম্পাদক শ্রী কৃষ্ণ ঘোষ, ব্যবসায়ী ওম গুপ্তা, পিডব্লিউ করা শোরুম এর মালিক বিদ্যুৎ বসাক সহও আরো অনেকেই উপস্থিত ছিলেন। শোরুম সূত্রে জানা গেছে, এখানে জিয়ান ফার্মাসিটিক্যাল প্রাইভেট লিমিটেড বিভিন্ন ধরনের কসমেটিক প্রোডাক্ট যেমন অর্ধেক দামে পাওয়া যাবে, তেমনি তাদের সংস্থার সঙ্গে যুক্ত হওয়া বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট এর জিনিস অর্ধেক দামে কিনতে পারবেন। ব্যবহার করে ভালো না লাগলে সে জিনিস তারা অনাসায়ে ফেরত দিতে পারবেন। এছাড়াও সারা বছর ধরে যদি কোন গ্রহ কাদের প্রোডাক্ট এর জিনিসপত্র কিনতে চান তার জন্যও রয়েছে বিশেষ সুবিধা।


এ বিষয়ে জিয়ান ফার্মাসিটিক্যাল প্রাইভেট লিমিটেডের কর্ণধর আব্দুস সাদেক সরকার জানিয়েছেন, লকডাউন এর সময় মানুষজনের কথা মাথায় রেখেই কসমেটিক ব্যবহার করা মানুষজনের কথা সমস্যার কথা মাথায় রেখেই বিভিন্ন জায়গায় শোরুম খোলা হয়েছে। রাজ্য থেকে দেশে এমন সুবিধা ছড়িয়ে দিতে তিনি উদ্যোগ নিয়েছেন।


গঙ্গারামপুরে p.w.d. পাড়ার এই শোরুম যে আগামী দিনে বাহক দের সুবিধা দিবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here