গঙ্গারামপুর পৌরসভার 13নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হল।পুরসভার চেয়ারপার্সন , সহ একাধিক বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। বেশ কিছু করোনা যোদ্ধাদের সন্মান জানানো হল।

0
453

  শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 19জুলাই দক্ষিণ দিনাজপুর:-একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের মন্ত্রীকে সংবধর্না দেওয়া হল।রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর  বাসস্ট্যান্ডে একটি জাক জমাট মন্ত্রী ছাড়াও পুরসভার চেয়ারপার্সন , সহ একাধিক বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।অনুষ্ঠান মঞ্চ থেকে সংগঠনের তরফে করোনা যোদ্ধা হিসেবে চিকিৎসক, নার্স, সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয় সেই সঙ্গে পুরস্কার তুলে দেওয়া হয়। একটি চিত্র প্রদর্শনীর পুরস্কারের মানপত্র বিশিষ্টজনদের হাত দিয়ে তুলে দেওয়া হয় প্রাপকদের হাতে ।মন্ত্রী ও পুরসভার চেয়ারপার্সন   দিলেন একাধিক উন্নয়নের আশ্বাসও।এমন অনুষ্ঠানকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।

গঙ্গারামপুর শহর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রবিবার রাত দিনের অনুষ্ঠানের সূচনা করা হয়।উদ্ধোধনি সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়।এর পরেই সংগঠনের তরফ রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র কে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে বরণ করে সম্মান জানান ১৩ নম্বর ওয়ার্ডের ভোদংপাড়া এলাকায় তৃণমূল নেতা স্বপন হালদার।এছাড়াও উপস্থিত গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র বরণ করে নেওয়া হয় সংগঠনের তরফে দূর্গা হালদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের সদস্য তুলসী প্রসাদ রায় চৌধুরী,অমিতা সরকার বিশ্বাস, ১১৩ ১৬নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুজাতা সরকার,সুভদ্রা রাজবংশী সহ বিশিষ্টজনদের বরণ করে নেওয়া হয় হয়।বরন করে নেওয়া হয় যার মাধ্যমে এমন অনুষ্টানের আয়োজন করা সেই ওয়ার্ডের তৃণমূল নেতা স্বপন হালদারকে।

এমন সংবর্ধনা পাবার পরে রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র একাধিক বিষয়ে উন্নয়নের আশ্বাস দিয়ে বলেন, আমি আগামী দিনেও যেভাবে জেলার উন্নয়ন করে রাজ্যের মধ্যে জেলার ৩ নম্বরে পৌঁছে দিয়ে ছিলাম।আবার উন্নয়ন দিয়ে এক নম্বরে জেলাকে নিয়ে যাবার চেষ্টা করব।এদিন তিনি শহরসহ জেলার কি ধরনের উন্নয়ন করা যায় তাঁর বিভিন্ন দিক তুলে ধরেন।

গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র জানিয়েছেন, আমরা এমন একজন মন্ত্রীকে পেয়েছি,যার মাধ্যমে এবার উন্নয়নটা আরো বেশি করে হবে।তাই আমিও এই শহরকে উন্নয়নের মধ্যে দিয়েই ভালো জায়গায় পৌঁচ্ছে দেবার সব ধরনের কাজ করব।

যার মাধ্যমে মন্ত্রীকে এমন সংবর্ধনা শিবিরের আয়োজন করা হয়েছে সেই ওয়ার্ডের তৃণমুল নেতা স্বপন হালদার জানিয়েছেন, বহু দিন পরে আমরা একজন অভিভাবক পেয়েছি তিনি রাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন। তাই তাঁকে আমরা সংবর্ধনা দিলাম।সেই সঙ্গে যিনি চেয়ারপার্সন রয়েছেন তিনি সব সময় উন্নয়নের কাজ করে যান।মানুষজন তাঁর কাছে গেলে কোন দিন খালি হাতে ফেরত আসেন না । আমরা মন্ত্রী ও চেয়ারপার্সনের কাছে আরো যেন উন্নয়ন সহ সেই দাবি জানাচ্ছি।

সমস্ত অনুষ্টানটিতে পরিচালনা করতে যারা ওয়ার্ড তৃণমুল নেতা স্বপন হালদার কে সহযোগিতা করেছেন ওয়ার্ডের পঙ্কজ ঘোষ,শুভঙ্কর বসাক,রানা দে চৌধুরী,লোকনাথ সাহা,সর্বজিত বাবু,পাপড়ি সাহা, মিষ্টি সাহা দে  চৌধুরী,পিংকি শর্মা মত বহু সংগঠনের কর্মী ও সমর্থকেরা। এদিন সংগঠনের তরফে করোনা যোদ্ধা হিসেবে হাসপাতালের চিকিৎসক অচিত নন্দী কে সংবর্ধনা দেওয়া হয়।সংর্ধনা দেওয়া হয় নার্স থেকে করোনা যুদ্ধা হিসেবে জীবন হাতে নিয়ে কাজ করা সাংবাদিক,চয়ন হোড়,শীতল চক্রবর্তী,নারায়ন বসাক, অমল দাস,বাবাই সুত্রধরের মত বিশিষ্ট সাংবাদিকদের।

সেখানে বিশিষ্ট অঙ্কন শিক্ষক তনয় চৌধুরী চৌধুরীর অকাল প্রয়াণে সংগঠনের তরফে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুটি ভাগে।এদিন সেখানে বিজয়ীদের হাতে উপস্থিত বিশিষ্টজনদের হাতে দিয়ে সম্মান জানানো হয়। সংগঠনের তরফে এমন অনুষ্ঠানের আয়োজন হওয়ায় সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here