গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের অবস্থিত চৈতালি ক্লাব গঙ্গারামপুর হাইস্কুল মাঠে রক্তদান, বস্ত্র দান, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল

0
282

গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের অবস্থিত চৈতালি ক্লাব গঙ্গারামপুর হাইস্কুল মাঠে রক্তদান, বস্তদান, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল, ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই

গঙ্গারামপুর ৫জানুয়ারি দক্ষিণ দিনাজপুর। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজে এল শহর এলাকার একটি নামকরা ক্লাব। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ড অবস্থিত চৈতালি ক্লাবটি তাদের তরফে গঙ্গারামপুর হাইস্কুল মাঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ,বিভিন্ন কাউন্সিলর সহ ক্লাবের সকল সদস্যরা মিলে দুস্থ মানুষনকদের জন্য রক্তদান,শীতের পোশাক কম্বল বিলি করা, সেই সঙ্গে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রশংসা করেন ক্লাবের এমন উদ্যোগকে। ক্লাবের সদস্যরা এমন কাজে এগিয়ে আসতে পেরে নিজেদের ধন্য মনে করেছেন।শহর এলাকার বাসিন্দারাও ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। গঙ্গারামপুর পুরসভা ৭নম্বর ওয়ার্ডে চৈতালি ক্লাব এন্ড লাইব্রেরী নামে এই ক্লাবটি সারা বছরই মানুষজনদের পাশে থেকে কাজ করে যান। সেটা বন্যার সময় হোক বা কোভিড১৯ এর মত পরিস্থিতির মধ্যেই হোক ক্লাবের সকল সদস্যরা মিলে সমাজসেবা মূলক কাজ করে গিয়েছেন সব সময়। শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুর পৌরসভার হাইস্কুল মাঠে চৈতালি ক্লাবের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি দুস্থ প্রায় হাজার খানিক গরিব মানুষজনদের শীতবস্ত্র দান করান তাড়া।অনুষ্ঠানগুলো সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভা চেয়ারম্যান প্রশান্ত মিত্র।সেখানে পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, কাউন্সিলর অতনু রায় ,মানিক সূত্রধর,৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর লক্ষ্মিদেব বর্মন,৯,১০, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর তুলসীপ্রসাদ চৌধুরী, চৈতালি ক্লাবের সম্পাদক উজ্জ্বল সরকার,সভাপতি দোদল মিত্র, চেয়ারম্যান কাপ টুর্নামেন্টের ভারপ্রাপ্ত সম্পাদক বাপাই ঘোষ সহ ক্লাবে বহু সদস্যের উপস্থিত ছিলেন। প্রায় ৫০জনের উপরে স্বেচ্ছায় রক্তদান করে হাসপাতালে জন্য রক্ত সংকট মিটানোর উদ্যোগ নেন ক্লাব কর্তৃপক্ষরা। পাশাপাশি প্রায় ২০০ জন দুস্থ মানুষজনদের চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। উপস্থিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ ক্লাবের সদস্যরা বাকি কাউন্সিলররা নিয়ে ১০০০জন এর উপর দুঃস্থ মানুষজনকে শীতবস্ত কম্বল দান করেন। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, সত্যি ক্লাব কর্তৃপক্ষের এমন উদ্যোগ প্রশংসনীয়।ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষকে। এবিষয়ে চৈতালী ক্লাবের সম্পাদক উজ্জ্বল সরকার জানিয়েছেন, বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করার পাশাপাশি আমাদের চেয়ারম্যান কাপ টুর্নামেন্ট রয়েছে। সারা বছর আমরা মানুষের জন্য কাজ করে যাই। শুক্রবার রাতে ১৬টিমের ফুটবল টুর্নামেন্টের জন্য উদ্বোধনী অনুষ্টানের আয়োজন করা হয়েছে।যা আগামী দিনেও করা হবে । চৈতালি ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here