গঙ্গারামপুর পৌরসভার দু’নম্বর ওয়ার্ডের কালিতলা তরুণ সংঘ ক্লাবের খুঁটি পূজার মধ্যে দিয়ে দুর্গাপুজোর কাজের সূচনা হলো, তাদের এবার পুজোর থিম পরিবেশ বান্ধব

0
303

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৪ শে আগস্ট দক্ষিণ দিনাজপুর:-খুঁটি পূজার মধ্য দিয়ে  দুর্গাপূজার কাজে সূচনা হল। এদিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ২নম্বর ওয়ার্ডের কালিতলা তরুণ সংঘ ক্লাবের সূচনা দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা সরকার। এবছর তাদের দুর্গা পুজোর থিম পরিবেশ বান্ধব। থাকবে বিশেষ সচেতনতা বার্তাও। তাদের আকর্ষণ জানিয়েছে উদ্যোক্তারা।

দক্ষিণ দিনাজপুর জেলায় যে কয়েকটি বিগ বাজারে পুজো হয় তার মধ্যে কালিতলা তরুণ সংঘ ক্লাবের পুজো উদ্যোক্তারা পুজো করে থাকে। বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার কাজের সূচনা করা হলো। কাজের সূচনা করেন দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা দাস সরকার। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, ক্লাবের সম্পাদক গোপাল মিত্র সহ আরো অনেকেই।

   কাজের সূচনার পরে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা দাস সরকার জানিয়েছেন, এবারে পুজোর থিম সকলের কাছে আকর্ষণ হবে। খুঁটি পূজার মধ্যে দিয়ে কাজের সূচনা করা হলো।

   ক্লাবের দুই অন্যতম সদস্যরা জানিয়েছেন, অল্প বাজেটের মধ্যে দিয়ে পূজা দর্শনার্থীরা যেন প্যান্ডেল প্রতিমা আলসজ্জা সহ বিভিন্ন জিনিসপত্র গুলো দেখতে পান তার ব্যবস্থা করা হয়। পূজো নিয়ে থাকবে বিশেষ অনুষ্ঠানেও।

  এবছর এই ক্লাবের পূজো সকলের কাছে আকর্ষণ আকর্ষিত হবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here