গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায় সুস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র

0
462

গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায় সুস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র, উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ একাধিক আধিকারিক, কাউন্সিলর সহ বহু বাসিন্দারা গঙ্গারামপুর ১৯ই ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌর এলাকায় সুস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হলো। ফিতে কেটে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে পৌরসভার চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান সহ একাধিক প্রশাসনের আধিকারিক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।২৫ ডিসেম্বর বড় দিনের আগে এমন প্রকল্পের উদ্বোধন হওয়ায় অনেক অর্থেই ওয়ার্ডের বাসিন্দা থেকে শুরু করে উপকৃত হবেন আশপাশের বহু মানুষজন জানালেন মন্ত্রী থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানেরা।পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়ার্ডের বাসিন্দা থেকে শুরু করে সকলেই। গঙ্গারামপুর পৌরসভা বিভিন্ন সময়ে শহরবাসীর উন্নয়নে একাধিক কাজ করে যাচ্ছেন। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে সুস্বাস্থ্য পরিষেবার দিকে নজরে দিয়েছেন তারা। পুরসভার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানকে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে তৈরি হয়েছে পৌর সুস্বাস্থ্যকেন্দ্র। তার সঙ্গে মাতৃসদনও তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ওয়ার্ডে।আগে শহর এলাকার বাসিন্দারা সাধারণ স্বাস্থ্য পরিষেবা পেতে বহু দুর যেতে হত ।সেই সমস্যা যেন তারা দুর করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে উপকৃত হন সেই উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের আরবান হেলথ ইউএলএস সেন্টার স্বাস্থ্য দপ্তরের তরফে ৩৫ লক্ষ টাকার বিনিময়ে গঙ্গারামপুর পৌরসভা ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায় পৌর সুস্বাস্থ্য কেন্দ্রটি ভেস্ট জমিতে তৈরি করা হয় ।মঙ্গলবার বিকেলে ফিতা কেটে এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর পুরসভায় ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাপ্তন পৌরসভার চেয়ারম্যান,৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কাউন্সিলর সুভাষ কুন্ডু, মানিক রায়,অতনু রায়, পৌরসভার এক্সিকিউটি, বড়বাবু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এবিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র প্রকল্পের উদ্বোধন করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী। তিনি সব সময় চাইছেন স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা নিতে গিয়ে যেন কেউ সমস্যার মধ্যে না পড়ে। তাই শহর এলাকার মধ্যে তার দপ্তরের টাকায় সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এর ফলে অনেক শহুরবাসীই উপকৃত হবেন। জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারি সুদীপ দাস জানিয়েছেন, এমন প্রকল্প চালু হওয়ায় অনেক অর্থেই পৌর এলাকা মানুষ যেন উপকৃত হবে সরকার চাইছে মানুষজনকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা তার সহযোগিতা করছি এবিষয়ে উক্ত প্রকল্পের দায়িত্ব থাকা এক আধিকারিক জানিয়েছেন,এমন প্রকল্প চালু হওয়ায় অনেক অর্থেই উপকৃত হবেন সকলেই। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন,এমন পরিষেবা চালু হওয়ায় শহরবাসী সামান্য প্রয়োজনেই ওয়ার্ডেই সেই সমস্যা সমাধান করতে পারবেন।এখন বেশ কয়েকটি ওয়ার্ডে করা হয়েছে এবং প্রকল্প বাকি পৌরসভা এলাকাগুলিতেও এই প্রকল্প করার উদ্যোগ নেওয়া হবে।পুরো এলাকাবাসীর সমস্যা মিটে যাবে যাবে বলে আমরা আশাবাদী। গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের ৩৪ লক্ষ টাকা খরচ করে প্রকল্পের উদ্বোধন করা হলো । শহরবাসীর উন্নয়নে আমরা সবসময় কাজ করে যাব। ২৫শে ডিসেম্বর বড় দিনের আগে গঙ্গারামপুর পৌরসভার তরফে এমন উদ্যোগ নেওয়া পৌরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here