গঙ্গারামপুর পুরসভায় উন্নয়নের গতি ,জলের রিজার্ভার পরিদর্শন ও পাকা ড্রেনের উদ্বোধন চেয়ারম্যানের

0
48

গঙ্গারামপুর পুরসভায় উন্নয়নের গতি ,জলের রিজার্ভার পরিদর্শন ও পাকা ড্রেনের উদ্বোধন চেয়ারম্যানের
শীতল চক্রবর্তী বালুরঘাট, ২৯ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।উন্নয়নমূলক কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে নেমে কাজ পরিদর্শন ও নতুন প্রকল্পের উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।
এদিন গঙ্গারামপুর পুরসভার ১০নম্বর ওয়ার্ডের শান্তিকলোনি এলাকায় জলের রিজার্ভার নির্মাণকাজ পরিদর্শন করেন চেয়ারম্যান। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পুরসভার একাধিক ওয়ার্ডে জলের রিজার্ভার বসানোর কাজ শুরু হয়েছে।সেই কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উদ্দেশ্যেই এই পরিদর্শন বলে জানান তিনি।
চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,“আগামী তিন মাসের মধ্যেই জলের রিজার্ভারের কাজ শেষ হবে। কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই আজ পরিদর্শনে আসা।”
পরিদর্শনের পাশাপাশি এদিন বিকেলে গঙ্গারামপুর পুরসভার ৭নম্বর ওয়ার্ডের ৫৯নম্বর বুথ এলাকায় নিউমার্কেটের একটি ব্যাংকের পাশে নির্মিত পাকা ড্রেনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার ৫০৪ টাকা ব্যয়ে এই ড্রেন নির্মাণ করা হচ্ছে।
এই কর্মসূচিতে চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ পুরকায়েত, বড়বাবু শ্যামল দাস, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, সমাজসেবী দেব কুমার বাগচী সহ পুরসভার অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা।
এবিষয়ে চেয়ারম্যান প্রশান্ত মিত্র আরও বলেন,“মানুষ যাতে আরও ভালো পরিষেবা পায়, সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”
চেয়ারম্যানের সক্রিয় উদ্যোগ ও তদারকিতে এলাকায় একের পর এক উন্নয়নমূলক কাজ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাঁকে সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here