গঙ্গারামপুর নামকরা ব্যবসায়ীর উদ্যোগে দুটি জায়গায় ১৫দিন ধরে রান্না করা খাবার বিলি করার উদ্যোগ নেওয়া হল, দেওয়া হল কৃতি ছাত্রদের সংবর্ধনা ও

0
990

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৫ জুলাই দক্ষিণ দিনাজপুর-লক ডাউনের মধ্যে দুস্থ মানুষজনদের পাশে দাঁড়িয়ে পুরসভা এলাকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে রান্না করা খাবার বিলি করার সিধান্ত নিল শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী। রবিবার পৃথক দুটি জায়গায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভা এলাকায় ১২ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া ১৩ নম্বর ওয়ার্ডের ভোদংপাড়া এলাকায় নতুন বাসষ্ট্যান্ডে পুরসভার চেয়ারপার্সনের নির্দেশে ব্যবসায়ী অশোক জোয়াদ্দারের উদ্যোগে এমন কর্মসূচি প্রথম দিনের সূচনা করেন পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র।এদিনের অনুষ্টান মঞ্চ থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।ব্যবসায়ী অশোকবাবু জানিয়েছেন এমন সময়ে মানুষজনদের পাশে থেকে কিছু করতে পারলে উপকার হবে অনেকের তাই এমন কাজে এগিয়ে এসেছি। ব্যবসায়ী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে চেয়ারপার্সন সহ বিশিষ্টজনেরা। প্রতিদিন দুটি জায়গাতে ২০০ জনকে প্রায় আগামী ১৫দিন ধরে রান্না করা খাবার বিলি করার এমন কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই।


       গঙ্গারামপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অশোক জোয়াদ্দার মত একজন। জেলার মধ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। ইতিমধ্যেই তিনি জোয়াদ্দার প্রাইভেট লিমিটেড নামে একটি ব্যবসায়ী প্রতিষ্টান খুলে সেখানে বহু বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।সেই কাজে অশোক বাবুর সঙ্গে হাত মিলিয়েছেন সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাঁর দাদা বিদ্যুৎ জোয়াদ্দার।এছাড়াও অশোকবাবু সারা বছর ধরে মানুষজনদের জন্য বিভিন্ন ধরনের সমাজসেবা মূলক কাজ করে যান সব সময়।সেটা দুঃস্থ মানুষজনদের পাশে দাঁড়ানো হোক কিম্বা যে কোন প্রয়োজনে সাধারনের পাশে দাঁড়ানো হোক তাঁর পরিবারের তরফে।


           বর্তমান সময়ে লক ডাউনের মধ্যে শহর এলাকায় বহু দুঃস্থ মানুষজনেরা পরেছে নানান সমস্যায়।তাই গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন প্রশান্ত মিত্র ব্যবসায়ী অশোক জোয়ার্দ্দারকে পৃথক দুটি জায়গায় গরীব মানুষজনদের  ১৫ দিন ধরে রান্না করা খাবার বিলি করার কথা জানানো হয়.।এমন নির্দেশ পেতেই ব্যবসায়ী অশোক জোয়াদ্দার রবিবার গঙ্গারামপুর পৌরসভার ১২নম্বর ওয়ার্ডের দত্তপাড়াতে  দুর্গাপুজো উৎসব কমিটিকে দায়িত্ব দিয়ে আগামী ১৫দিন ধরে সেখানে প্রতিদিন ১০০জন করে রান্না করা খাবার বিলি করার কথা কাজ শুরু করেন।এর পাশাপাশি ১৩ নম্বর ওয়ার্ডের ভোদংপাড়া এলাকায় নতুন বাসস্ট্যান্ডের তার জুতার শো রুমের সামনে অশোকবাবুর উদ্যোগেই সেখানে আগামী ১৫ দিন ধরে প্রতিদিন ১০০জন করে গরীব মানুষজনদের রান্না করা খাবার বিলি করার কথা কাজ শুরু করেন রবিবার থেকে।


  রবিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দুটি অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র।সেখানে পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য রাকেশ মন্ডিত, যার উদ্যোগে এমন অনুষ্টানের আয়োজন করা সেই বিশিষ্ট ব্যবসায়ী অশোক জোয়াদ্দার, অশোকবাবুর স্ত্রী চিত্র জোয়াদ্দার, ব্যবসায়ী বিদ্যুৎ জোয়াদ্দার, সহ বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁদের হাত দিয়েই দুটি অনুষ্টানের প্রথম দিনে দুস্থ মানুষজনদের হাতে রান্না করা খাবারের প্যাকেট বিলি করা হয়।বিলি করা হয় ওই ব্যবসায়ীর পরিবারের তরফে পথ চলিত মানুষজনের মধ্যে মাক্সও।অনুষ্টান দুটিতে ব্যবসায়ী অশোক জোয়াদ্দারের পরিবারের তরফে উচ্চ মাধ্যমিক কৃতী দুই ছাত্রদের সংবর্ধনা জানানো হয় বিশিষ্টজনদের হাত দিয়ে।
   গঙ্গারামপুরের বিশিষ্ট ব্যবসায়ী অশোক জোয়াদ্দার জানিয়েছেন, এমন সময়ে মানুষজনদের পাশে থেকে কিছু করতে পারলে উপকার হবে অনেকের।তাই এমন কাজে এগিয়ে এসেছি। ১৫দিন ধরেই দুটি জায়গা থেকে ২০০ জন গরীব মানুষজনদের রান্না করা খাবার বিলি করা হবে।পৌরসভার চেয়ারপার্সনের নির্দেশেই এমন কাজে এগিয়ে আসা হয়েছে বলে অশোকবাবু জানিয়েছেন৷


         গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র জানিয়েছেন ,অশোক বাবুর পরিবারের তরফে এমন উদ্যোগ নেওয়া তাঁকে আমি অভিনন্দন জানাই।এমনভাবে যদি সকল ব্যবসায়ী এগিয়ে আসত তাহলে দুঃস্থ মানুষজন আরো বেশি করে সুবিধা পেত।


  দত্তপাড়া দুর্গাপূজা উৎসব কমিটির সম্পাদক অচিন্ত বসাক জানিয়েছেন ,ব্যবসায়ী অশোকবাবু যেভাবে এমন কাজে এগিয়ে এসেছেন তাঁর জন্য আমরা তাঁদের পরিবারের  সকলকে ধন্যবাদ জানাই। 

                        এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here