গঙ্গারামপুর থেকে কৃষক সংগঠনের রণহুঙ্কার, জেলায় আসছেন পূর্ণেন্দু বসু

0
91

গঙ্গারামপুর থেকে কৃষক সংগঠনের রণহুঙ্কার, জেলায় আসছেন পূর্ণেন্দু বসু

বালুরঘাট, ৩ আগষ্ট —– বিধানসভা নির্বাচনের আগে কৃষক সংগঠনের ভিত মজবুত করতে দক্ষিণ দিনাজপুরে পা রাখছেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। গঙ্গারামপুর থেকে সংগঠনকে চাঙা করার ডাক দিতে চলেছেন তিনি। সেই কর্মসূচিকে সফল করতে রবিবার বিকেলে বালুরঘাট পুরসভার সুবর্ণতট সভাকক্ষে বিশেষ প্রস্তুতি বৈঠক করল তৃণমূল কিষান খেত মজদুর সংগঠনের জেলা কমিটি। যেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাহেনশা মোল্লা সহ একাধিক ব্লকের নেতৃত্বরা।

চলতি মাসের ২১ তারিখ গঙ্গারামপুর স্টেডিয়ামে দশ হাজার কৃষকের জমায়েত টার্গেট নিয়ে এদিন বৈঠক করা হয়। যে কর্মীসভার প্রস্তুতি নিয়ে এদিন বিস্তর আলোচনা হয়। সংগঠনের দাবি, দক্ষিণ দিনাজপুর কৃষিপ্রধান জেলা হলেও কৃষকরা আজও ন্যায্য মূল্য, পরিকাঠামো ও আধুনিক প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত। সেই সমস্ত ইস্যুতে আন্দোলনের রূপরেখাও তৈরি হচ্ছে। রাজনৈতিক মঞ্চের বদলে কৃষকদের স্বার্থ নিয়ে সংগঠনের মাঠে নামার বার্তা দেওয়া হয় নেতৃত্বদের তরফে।

দক্ষিণ দিনাজপুর জেলা কিষাণ খেত মজদুরের জেলা সভাপতি সাহেনশা মোল্লা বলেন, সংগঠনের শক্তিবৃদ্ধি করতে জেলায় আসছেন রাজ্য সভাপতি। তার সভায় ব্যাপক কৃষক সমাবেশ ঘটতেই জেলায় একাধিক প্রস্তুতি বৈঠক ও সভার ডাক দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here