গঙ্গারামপুর থানা শুকদেবপুর এলাকার যুবক তার ইউটিউব টিউশনের রোজগারের টাকায় সমাজ পরিবর্তনের আশায় ৫০টি গীতা দান করলেন শহরে এলাকার বাসিন্দাদের, সাধুবাদ জানিয়েছেন সকলেই

0
1108

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,৫ই সেপ্টেম্বর,দক্ষিণ দিনাজপুর:-নিজের ইউটিউব চ্যানেলের রোজগার ও পাইভেট টিউশনের রোজগারে গীতা দান করলেন এক যুবক। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকার বাসিন্দা ওই যুবক হাইরোডে সনাতন ধর্মের মূল কাব্যগ্রন্থ গীতা বিলি করেন। যুবক জানালেন, গীতা পরে যদি সমাজ একটু পরিবর্তন হয় তাহলে ভালই হয়। সেই কারণে তিনি এমন উদ্যোগ নিয়েছেন। ও যুবকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

       গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকার বাসিন্দা জয়দেব সরকার এটি ইউটিউব লোকাল চ্যানেল চালান। তার সঙ্গে তিনি প্রাইভেট টিউশনি করান। তারা এই ইউটিউব চ্যানেল থেকে রোজগারও করেন তিনি বলে জানান। সঙ্গে টিউশনের টাকা ও রয়েছে যার। এই সমস্ত টাকা দিয়ে ই তিনি 50 টি সনাতন ধর্মগ্রন্থের  মূল গ্রন্থ গীতা কিনে নিয়ে আসেন। নিজের এলাকার পাশাপাশি সোমবার বিকেলে তিনি গঙ্গারামপুর চৌপতিতে এই গীতা বিলি করেন।

    জয়দেব বাবু জানলেন, সমাস পরিবর্তনের আশায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

 সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবক আনোয়ার হোসেন বাংলায় গীতা হাতে পাওয়ার পর তিনি জানান, অনেকদিন ধরেই বাংলা অনুবাদ গীতা করছিলাম। যার যার ধর্মগ্রন্থের মধ্যে তার ধর্মের বিষয়গুলির  লেখা থাকে । যুবকদের উদ্যোগকে সাধুবাদ জানাই।

  গোলক রায় নামে একজন জানালেন, আমাদের সনাতন ধর্মের কাব্যগ্রন্থ গীতা যিনি বিলি করছেন তাদের সাধুবাদ জানাই।

   ও যুবকের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here