গঙ্গারামপুর থানা নন্দনপুর গ্রাম পঞ্চায়েত তিলনা এলাকায় আদিবাসী পাড়ায় চুরির ঘটনায় চাঞ্চল্য

0
183

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 22 জুন দক্ষিণ দিনাজপুর:- আদিবাসী বাড়িগুলোতে চুরির ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তিলনা এলাকায়। ওই এলাকার অধিবাসীদের অভিযোগ মাঝেমধ্যেই তাদের বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র চুরি হচ্ছে। কোথায় তা বিক্রি হচ্ছে সেই খবর পেতেই ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। পরে অবশ্য বিষয়টি খতিয়ে দেখছে বলে পুলিশ আশ্বাস দিলে সমস্যা সমাধান হয়।

জানা গেছে,গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েত আদিবাসী পাড়া এলাকায় বেশ কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। এর পরেই খোঁজখবর নিয়ে ওই এলাকার বাসিন্দারা জানতে পারেন স্থানীয় কোন একটি দোকানে তাদের চুরির মাল বিক্রি হচ্ছে। এরপরে মঙ্গলবার দুপুরে এলাকার আদিবাসী মানুষ দূরে ছুটে যান কে কাজের সঙ্গে যুক্ত আছে। অবশেষে উপযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

এলাকার স্থানীয় বাসিন্দা বলেন, আমরা চেয়েছিলাম বিষয়টি মিটিয়ে নিতে যেহেতু সে পাড়ার ছেলে বলে। কিন্তু তার আর খোঁজ পাওয়া যায়নি।

ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ এসে বিষয়টি খতিয়ে ব্যবস্থার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here