শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৩ অক্টোবর দক্ষিণ দিনাজপুর:-বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে এক শিক্ষকের বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটলো শহরে এলাকায়। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কলেজমোড় এলাকায়। বাড়ির মালিক এর আত্মীয়দের দাবি লক্ষাধিক টাকা,সোনাদানা চুরি হয়েছে।ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাড়ির আত্মীয়-স্বজনেরা।পুলিশ বাড়ির গাড়িচালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে শহর এলাকায়।

গঙ্গারামপুর থানার 9নম্বর ওয়ার্ডের কলেজমোড় এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক সুভাষ মন্ডল তার পরিবার নিয়ে কোচবিহারে ঘুরতে গিয়েছেন কয়েকদিন আগে। বাড়িতে রেখে গিয়েছেন তার গাড়ি চালককে। বুধবার রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে তার বাড়িতে বলে বৃহস্পতিবার সকালে গাড়ি চালক সকলকে ডেকে নিয়ে এসে দেখান। ঘটনার খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানা পুলিশেও। পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করে।
এ বিষয়ে চুরি যাওয়া বাড়ির মালিকের আত্মীয় বাপ্পা মন্ডল অভিযোগ করে বলেন, কয়েক লক্ষ হাজার টাকা সোনা দানা চুরি হয়েছে। বিষয়টি আমরা ফোন করে দাদাকে জানিয়েছি।পুলিশ তদন্ত করে গেছে। বাড়ির গাড়ি চালক কেউ নিয়ে গেছে। আমরা চাই চোর ধরা পড়ুক।
এলাকার এক বাসিন্দা রিনা ঘোষ জানিয়েছেন, এতো ভয়ানক ব্যাপার, বাড়ি ছেড়ে কি কোথায় যেতে পারবো না নাকি? আমরা চাই পুলিশ টহল বাড়ুক এবং অভিযুক্তরা গ্রেফতার হোক।
গঙ্গারামপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত চলছে অবশ্যই অভিযুক্তদের হবে।
শহর এলাকায় এমন চুরির ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।