গঙ্গারামপুর থানার বোরডাঙ্গী এলাকায় এক সেনাকর্মীর বাড়িতে চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি নগদ টাকা সোনা উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ, পুলিশের এমন কাজকে সাধুবাদ জানালেন ওই সেনাকর্মীও

0
236

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৩ই অক্টোবর দক্ষিণ দিনাজপুর:-এক সেনা কর্মীর বাড়িতে চুরির ঘটনায় সাফল্য পেল পুলিশ।তিন জনকে গ্রেফতার করে তাদেরকে পুলিশ রিমান্ড নিয়ে নগদ টাকাও সোনার উদ্ধার করল পুলিশ।কয়েক দিন আগে  ঘটনাটি ঘটেছিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গীএলাকায়। হরেন্দ্র নাথ সরকার নামে ওই বিএসএফ সেনাকর্মী গঙ্গারামপুর থানার লিখিত অভিযোগ জানানোর পর পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে থানার টাউন বাবু এমন সাফল্য পেল। অভিযুক্তকে আদালতে পাঠিয়ে পুলিশ দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে২জনকে।পুলিশের এমন কাজে খুশি হয়েছেন  সেনাকর্মীও।

   কয়েকদিন আগে গঙ্গারামপুর থানার নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গি এলাকার বাসিন্দা বিএসএফ সেনা কর্মী হরেন্দ্রনাথ সরকারের বাড়িতে সোনা ও নগদ টাকা চুরি হয়। হরেন্দ্রনাথ বাবু গঙ্গারামপুর থানা লিখিত জানানোর পরেই ঘটনা তদন্তে নামে গঙ্গারামপুর থানার টাউন অফিসার বিশ্বজিৎ বর্মন। তিনি তদন্তে নেমে গঙ্গারামপুর থানার বাধমোড় এলাকা থেকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সুকান্ত সরকার ওরফে রামপ্রসাদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাকে আদালতে পাঠিয়ে পুলিশ রিমাইন্ড নেয়। তার কাছ থেকেই জানতে পারে সেনা কর্মী বাড়িতে চুরি করা সোনা পতিরাম থানার বাউল এলাকার বাসিন্দা শ্যাম প্রসাদ  পালের কাছে তা বিক্রি করেছিল। এরপরে পুলিশ বুধবার রাতে তাকে গ্রেফতার করে নিয়ে আসে গঙ্গারামপুর থানায়। শ্যাম প্রসাদ পালকে জিজ্ঞাসাবাদ করে গঙ্গারামপুর থানার বোরডাঙ্গী এলাকার শ্যাম দাসকেও গ্রেফতার করে তার কাছ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার করে পুলিশ।এদিন তিনজনকেই আদালতে পাঠিয়ে দুদিনের পুলিশ রিমাইন্ড নেয় ঘটনার তদন্তকারী অফিসার তথা শহরে টাউন বাবু বিশ্বজিৎ বর্মন।

    গঙ্গারামপুর থানা সূত্রে জানা গেছে, আরো টাকা ও সোনা উদ্ধারের জন্যই পুলিশ হেফাজতে নেওয়া  হয়েছে অভিযুক্তদের। বাকি আর কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত চলছে।

  এদিকে চুরির টাকা ও সোনার জিনিস কিছুটা ফিরে পেয়ে পুলিশের কাজে খুশি হয়েছেন সেনা কর্মী হরেন্দ্রনাথ সরকারও।

 এদিকে হরেন বাবু জানিয়েছেন, পুলিশের এমন কাজে সাধুবাদ জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here