গঙ্গারামপুর থানার বুড়িদিঘী ও বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি ঘটনায় আহত হল বেশ কয়েকজন, ঘটনার তদন্তে পুলিশ
গঙ্গারামপুর ২৭ নভেম্বর দক্ষিণ দিনাজপুর : পৃথক দুটি ঘটনায় টোটো ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ৫জন।রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বুড়িদিঘি ও গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, আহতরা হলেন মোটর বাইক চালক বাপি সরকার (৩০),টোটো চালক রাকিব সরকার (২২) ও টোটো যাত্রী আনুল মিঁয়া (২৩)। তাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার মল্লিকপুর ও গঙ্গারামপুর থানার তোতরাইল গ্রামে। আহতদের চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। অপর দিকে রবিবার রাতে গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মোটর বাইকের সঙ্গে একটি বোলেরোর সংঘর্ষ হয়। জখম হয়েছে মোটর বাইক চালক ও আরোহী। তাদেরও চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
জানা গিয়েছে পতিরাম থানার মল্লিকপুর গ্রামের যুবক বাপি সরকার রবিবার রাতে বাপি মোটর বাইকে চেপে প্রানসাগরে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। অপর দিকে থেকে রাকিব সরকার টোটো চালিয়ে ফুলবাড়ি আসছিলেন। সে সময় বুড়িদিঘি এলাকায় টোটো ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয় মোটর বাইক চালক সহ টোটো চালক এবং এক যাত্রী। টোটো ও মোটর বাইকের সংঘর্ষে বিকট আওয়াজে স্থানীয় মানুষজন ছুটে আসেন। ছুটে আসেন স্থানীয় বাসিন্দা তথা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় গুপ্তা। বিজয় বাবুর তৎপরতায় মোবাইলের আলো জ্বালিয়ে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনায় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনা স্থলে ছুটে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনা গ্রস্ত দুটি যানবাহন উদ্ধার করেন। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চোখের সামনে ঘটনাগুলি ঘটে গেল। ভেবেই উঠতে পারছিনা কি হলো। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।সেখানেই তাদের চিকিৎসা চলছে। বুড়িদিঘির বাসিন্দা তথা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় গুপ্তা বলেন রবিবার রাতে বাড়িতে বসে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ আমার বাড়ির সামনে বিকট আওয়াজ হয়। আওয়াজ পেয়ে ছুটে এসে দেখতে পাই টোটো ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে।গুরুতর জখম হয়েছেন তিনজন। তড়িঘড়ি উদ্ধার করে তাদের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসি। সেখানে তাদের চিকিৎসা চলছে।
গঙ্গারামপুর থানা পুলিশ জানিয়েছে পৃথক দুটি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুরো ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।