গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়াতে বিস্ফোরণের বিকট শব্দে কেপে উঠলো এলাকা

0
137

গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়াতে বিস্ফোরণের বিকট শব্দে কেপে উঠলো এলাকা, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

গঙ্গারামপুর ২৬ জুলাই —– বিস্ফোরণের বিকট শব্দে কেপে উঠলো এলাকা। উড়ে গেল ঘরের চাল। শুক্রবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়া এলাকায়। ঘটনার পরেই এলাকায় পৌছে দুজনকে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। নামানো হয়েছে বোম স্কোয়াডকেও। ঘটনায় ব্যাপক শোরগোল পরে।
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত ব্যবসায়ী সমিতির তালাবন্ধ একটি ঘর রয়েছে। যেটি স্থানীয় একটি লক্ষ্মী মন্দির পুজো কমিটিরও ঘর হিসাবেও ব্যবহৃত হয়। এদিন দুপুরে সেখানেই বিকট শব্দে কেপে ওঠে এলাকা, উড়ে যায় ঘরের চালও। যে বিস্ফোরণের শব্দ পেয়েই এলাকার মানুষেরা ওই এলাকায় ছুটে গিয়ে ব্যবসায়ী সমিতির ঘর থেকেই আগুন ও প্রচুর ধোয়া বের হতে দেখে। একই সাথে বারুদের গন্ধেও ভরে যায় এলাকা। যদিও একবারই বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিন যে ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌছায় গঙ্গারামপুর থানার বিরাট পুলিশ বাহিনী। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এলাকায় পৌছে নিয়ন্ত্রণ করে আগুনও। যদিও স্থানীয়দের অনুমান বোম বিস্ফোরণের ফলেই এমন ঘটনা। এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন, হঠাৎ করে বিকট আওয়াজের শব্দ পায়। গিয়ে দেখি সেখানে বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খবর দেওয়া হয়। (৩)২বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় সরকার জানিয়েছেন, বিষয়টি জানার পরে সেখানে ছুটে আসা হয়েছে। পুলিশ তদন্ত করলেই সব প্রমাণ হয়ে যাবে।তবে তালা বন্ধ ওই ঘরে কিভাবে বোম এল তা নিয়েই জোর তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এমন ঘটনায় ঠেঙ্গাপাড়া সহ গঙ্গারামপুর জুড়ে শোরগোল পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here