গঙ্গারামপুর থানার জাফরপুরে এক প্রৌঢ়া গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো, পাশাপাশি গঙ্গারামপুর থানার ফুলবাড়িতে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে আহত হল এক মহিলা সহ তিনজন,হাসপাতালে করা হলো ভর্তি , তদন্তে পুলিশ
গঙ্গারামপুর,৩জানুয়ারি:পৃথক দুটি ঘটনার মৃত্যু হল একজনের ও আহত হল আরো একজন।ঘটনা দুটি হল গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক প্রৌঢ়া ও দ্বিতীয় ঘটনাটি হলো পথ দুর্ঘটনায় মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষের ঘটনায় আহত হল এক মহিলা সহ ৩জন। ঘটনা দুটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার জাফরপুরে ও গঙ্গারামপুর ফুলবাড়িতে। পুলিস যেমন প্রথম ঘটনার মৃতদেহটি উদ্ধার করেছে তেমনি মোটরবাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক মহিলা সহ তিনজনকে এলাকাবাসীরা গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে।পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে অশোকগ্রাম থেকে একটি বাইকে করে কয়েকজন ফুলবাড়ির দিকে ফিরছিল।সেই সময় একটি মোটরসাইকে ধাক্কা মারে। ঘটনায় এক মহিলার সঙ্গে তিনজন আহত হয়।পুলিশ জানিয়েছে আহতরা হলেন,জহারবানু খাতুন(২৫),রহমত আলী বয়স (১১) ও ওমর আলী বয়স(৫৬)।তাদের বাড়ি গঙ্গারামপুর ফুলবাড়ী, ও অশোকগ্রামে। আহতদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যদিকে গঙ্গারামপুর থানার জাফরপুর গ্রামের বাসিন্দা চিত্ত সাহা(৫৬) গলায় দড়ি দিয়ে বাড়িতে আত্মহত্যা করেন।পেশায় তিনি সাইকেল মেকানিক ছিলেন। বেশ কিছুদিন তিনি মানষিক অবসাদে ভুগছিলেন। প্রতিদিনের মত গতকাল রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। সকালে ঘুম না ওঠায় প্রৌঢ়ের স্ত্রী ডাকতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।