শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৬ জুলাই দক্ষিণ দিনাজপুর:-ট্রাকের ধাক্কায় এক বড় বিক্রেতার আহত হবার পাশাপাশি তার গাড়িটিও ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কালদিঘী কিষাণ মান্ডির সামনে। গুরুতর আহত অবস্থায় ওই বরফ বিক্রেতাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।পুলিশ পট্রাকটিকে আটক করে থানায় নিয়ে গেছে।

প্রতিদিনের মতো এদিনও গঙ্গারামপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের বাসিন্দা বরফ বিক্রেতা কমল দাস তার ভ্যান নিয়ে বরফ বিক্রি করতে বের হয়েছিলেন। বুধবার দুপুরে তিনি তার ভ্যান গাড়িটি নিয়ে বরফ বিক্রি করতে গিয়েছিলেন গঙ্গারামপুর থানার কালদিঘি কিষাণ মান্ডির সামনে। অভিযোগ,সেই সময় বালুরঘাটের দিক থেকে গঙ্গারামপুরের দিকে আসা একটি ট্রাক সজোরে গাড়ি চালিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বরফের গাড়িটিকে ধাক্কা মারে ।তখনি গুরুতর আহত হন বরফ বিক্রেতা এবং ভেঙে যায় তার গাড়িটিও। এলাকাবাসীরা বিষয়টি দেখতে পেয়েই আহত বরফ বিক্রেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত বরফ বিক্রেতা কমল দাস অভিযোগ করে বলেন, দ্রুত গতিতে ট্রাকটি চালিয়ে আসার কারণেই আমার এত বড় ক্ষতি হলো। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম।দোষীর শাস্তির দাবি জানায়।
বর্তমানে বরফ বিক্রেতা আহত কমল দাস গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।ট্রাকটিকে এলাকার বাসিন্দারা ধরে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।