শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৪সেপ্টম্বর দক্ষিণ দিনাজপুর:-নাবালিকা এক কিশোরিকে ধর্ষনের অভিযোগউঠেছে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাটাতোড় এলাকার অসিন্দা অভিযুক্ত ওই যুবকের নামে থানায় এক কিশোরীর পরিবাঙে। লোকজনদের তরফে লিখিত অভিযো পায়ের করেছে। অভিযুক্ত যুবকের খোঁজে পুলিশ তল্লাশি অভিযানে নেমেছে। ঘটনায় শোরগোল পরেছে এলাকা পুলিশ জানায় গঙ্গারামপুর থানার কাঁটাতোড় এলাকায় বাসিন্দা অভিযুক্ত ওই যুবকের নাম আবু ইসলাম।ধর্ষিতা বিশোরী ও তাঁর পরিবারের লোকজনদের অভিযোগ ,অভিযুক্ত যুবক আবু ইসলাম নাবালিকা কিশোরীকে জোর করে নিয়ে যায়।এর পরে তাঁকে জোর পূর্বক ধর্ষন করে। এই যুবকের এমন কান্ডের কথা দুদিন পরে তাঁর পরিবারের লোকজনদের সে জানাই।এর পরেই ওই কিশোরীর পরিবারের তরফে অভিযুকত যুবকের নামে ধর্ষনের অভিযোগ জানায়।
এই বিষয়ে ধর্ষিতা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ধর্ষিতা বাবা ও মাভ্যতারা বলেন আমার নাবালিকা মেয়ের সঙ্গে যে ঘটনা করেছে এই যুবরে আমরা তাঁর কঠোর শাস্তি হোক স্টো চাই।গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে ধরতে আশি অভিযানে নাম হয়েছে।খুব তারাতারি