গঙ্গারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৈতালি ক্লাবের তরফে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো, করা হলো বিরাট আকারে মিছিলও,খেলার সূচনা করলেন মন্ত্রী বিপ্লব, খেলা দেখতে ভিড় হলো ব্যাপক
গঙ্গারামপুর,৬ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর :একটি বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিবারাত্রি ১৬টিমের ফুটবল টুর্নামেন্টের সূচনা হল।শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়ার চৈতালি ক্লাবের আয়োজনে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের এদিনের খেলার সূচনাতে ক্লাব প্রাঙ্গন থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি নিউমার্কেট,চৌপথি বাসস্ট্যান্ড,দত্তপাড়া ঘুরে হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।প্রথম দিনে খেলা দেখতে মানুষের উৎসাহ ছিল ব্যাপক। সেখানে বল মেরে খেলার সূচনা করেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র।এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।১৬ দলীয় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট ঘিরে গঙ্গারামপুর জুড়ে সাজ সাজ রব। গঙ্গারামপুর পুরসভা ৭নম্বর ওয়ার্ডে চৈতালি ক্লাব এন্ড লাইব্রেরী নামে এই ক্লাবটি সারা বছরই মানুষজনদের পাশে থেকে কাজ করে যান। সেটা বন্যার সময় হোক বা কোভিড১৯এর মত পরিস্থিতির মধ্যেই হোক ক্লাবের সকল সদস্যরা মিলে সমাজসেবা মূলক কাজ করে গিয়েছেন সব সময়।শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুর পৌরসভার হাইস্কুল মাঠে চৈতালি ক্লাবের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি দুস্থ প্রায় হাজার খানিক গরিব মানুষজনদের শীতবস্ত্র দান করেন তারা। শনিবার সকালে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে চৈতালি ক্লাবের চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা করা হয়। শনিবার সকালে ক্লাব প্রাঙ্গন থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর শোভাযাত্রাটি নিউমার্কেট,চৌপথি বাসস্ট্যান্ড,দত্তপাড়া ঘুরে হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বল মেরে খেলার সূচনা করেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল,গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র,তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল , বংশিহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর , চৈতালি ক্লাবের সম্পাদক উজ্জ্বল সরকার, সাংস্কৃতিক সম্পাদক দেবু চাকী , কোষাধক্ষ্য ঋতব্রতো সান্যাল, খেলাধুলা সম্পাদক সৌরভ চৌধুরী, খেলাধুলার ম্যানেজার অপূর্ব সরকার, অবজারভার বাবাই বোস, অবজারভার টুটুল ধর, সহ বাকি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, ক্লাবের এমন উদ্যোগ প্রশংসনীয়।ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষকে। এবিষয়ে চৈতালী ক্লাবের খেলাধুলা সম্পাদক অপূর্ব সরকার জানিয়েছেন বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করার পাশাপাশি আমাদের চেয়ারম্যান কাপ টুর্নামেন্ট রয়েছে। সারা বছর আমরা মানুষের জন্য কাজ করে যাই। শনিবার সকালে ১৬টিমের ফুটবল টুর্নামেন্টের খেলার জন্য মিছিল করা হয়েছে। মোবাইল ছেড়ে সকলে বই পড়ুক ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়ুক সেই কারণে এমন উদ্যোগ নেওয়া। চৈতালি ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।