শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 2 জুন দক্ষিণ দিনাজপুর। ফের গঙ্গারামপুর থানা পুলিশ প্রশাসনের বড় সাফল্য। একটি স্কুল থেকে চুরি হয়ে যাওয়া বেশ কিছু সামগ্রী বেশ কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ। সেইসঙ্গে বহু চুরির ঘটনায় অভিযুক্ত এক যুবককে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুরানপাড়া এলাকা তার বাড়ি থেকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ওই জিনিসপত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠক করে গঙ্গারামপুর থানাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ডেনডুপ ভুটিয়া , গঙ্গারামপুরে মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, থানার টাউন বাবু শুভঙ্কর চক্রবর্তীকে পাশে রেখেই তিনি এমন সাফল্যের কথা জানান।
অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ জানিয়েছেন, পুলিশ এমন কাজ ধারাবাহিকভাবে করে যাবে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে চুরি যাওয়া জিনিসপত্রগুলি উদ্ধার করা হয়।
ফের পুলিশের এমন সাফল্যে শহরবাসী সাধুবাদ জানিয়েছে।

গত ২৯মে গঙ্গারামপর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের উচ্চ বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে।তখন চুরি যাওয়া সামগ্রী সহ এক যুবককে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর , বছর 26 এর গোপাল দাস নামে ওই যুবককে গঙ্গারামপুর থানার পুরাণ পাড়া এলাকা থেকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ। পরে আদালতে পাঠিয়ে পুলিশি রিমান্ডে নিয়ে আসার পর তদন্ত করে ২৯ মে উচ্চ বালিকা বিদ্যালয়ে চুরি হওয়া একটি কম্পিউটার, দুটি সিসি ক্যামেরা, একটি প্রজেক্টর, নগদ ৮০০০ টাকা সহ চুরি হওয়া সামগ্রী গুলি ওই যুবকের কাছে থেকে উদ্ধার করে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায়। মঙ্গলবার রাত্রেই সাংবাদিক বেঠক করে চুরি হওয়া সামগ্রী গুলির উদ্ধার সম্পর্কে পুরো বিষয়ে জানান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্রামীণ ডেনডুপ সেরপা , গঙ্গারামপুরের মহুকুমা পুলিশ আধিকারিক দ্বীপ কুমার দাস , থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, থানার টাউন বাবু শুভঙ্কর চক্রবর্তীকে পাশে রেখে।
এবিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্রামীণ ডেনডুপ সেরপা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের পর তাকে পুলিস রিমান্ডে নিয়ে চুরি যাওয়া জিনিসপত্রগুলি উদ্ধার করা হয় তার কাছ থেকে।পুলিশ এমন কাজ ধারাবাহিকভাবে করে যাবে।

ফের গঙ্গারামপুর থানা পুলিশের এমন সাফল্যে শহরবাসীর সাধুবাদ জানিয়েছেন।