গঙ্গারামপুর কলেজে খন গানের ওপর ইন্টার্নশিপ প্রোগ্রাম

0
41

গঙ্গারামপুর কলেজে খন গানের ওপর ইন্টার্নশিপ প্রোগ্রাম
শীতল চক্রবর্তী, বালুরঘাট ১৩ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর:নতুন শিক্ষানীতি (এন পি এ)-এর নির্দেশিকা মেনে কলেজ পড়ুয়াদের স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে শনিবার দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর কলেজে দিনাজপুরের ঐতিহ্যবাহী লোকনাট্য “খন গান,”এর ওপর একটি বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কর্মসূচিটির আনুষ্ঠানিক নাম ছিল “খন পারফরমেন্স ফর আইএপিসি ইন্টার্নশিপ,”
খন একাডেমি ও রিসার্চ সেন্টারের পরিচালনায় এবং গঙ্গারামপুর কলেজের সহযোগিতায় এই ইন্টার্নশিপ কোর্সটি সম্পন্ন হয়। মোট ৬০ ঘণ্টা মেয়াদের এই কোর্সে থিওরি ক্লাস,প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ ও পারফরমেন্স অন্তর্ভুক্ত ছিল।
কোর্সের শেষ পর্বে পারফরমেন্সের অংশ হিসেবে ইন্টার্নশিপে অংশগ্রহণকারী কলেজ পড়ুয়াদের দ্বারা খন গানের ওপর ভিত্তি করে জনপ্রিয় পালাগান “মাইয়া বন্ধকী” মঞ্চস্থ করা হয়। গঙ্গারামপুর কলেজের তৃতীয় সেমিস্টারের পড়ুয়ারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
এ প্রসঙ্গে খন একাডেমি ও রিসার্চ সেন্টারের ডিরেক্টর সুদেব সরকার জানান, ভবিষ্যতে এই ইন্টার্নশিপে অংশ নেওয়া পড়ুয়াদের মধ্য থেকেই একটি পূর্ণাঙ্গ খন গানের দল গঠনের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ ড. দীপক কুমার জানা বলেন, আইএপিসি ,এর অধীনে দক্ষতাভিত্তিক শিক্ষাকে আরও জোরদার করতেই এই ধরনের সাংস্কৃতিক ও ব্যবহারিক শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here