ঙ্গারপুরের  উত্তর চক্রের প্রথম বার্ষিক সার্কেল সম্মেলন ফুলবাড়ী বিএড কলেজে তৃণমূল শিক্ষা সেলের  সার্কেল সম্মেলন হাজির সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিক, শিক্ষকদের দাবি-দাওয়া শুনতে এসেছেন বলে জানালেন তৃণমূল নেতা সরকারি আধিকারিক দলের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় বিরোধীদের শোরগোল জেলা জুড়ে।

0
678
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 3 জানুয়ারি দক্ষিণ দিনাজপুর :-  তৃণমূল শিক্ষা ছেলের সার্কের সম্মেলন হাজির সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিকের উপস্থিত থাকার ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারাম পুরের  উত্তর চক্রের প্রথমবার্ষিক তৃণমূলের সার্কেল সম্মেলন রবিবার দুপুরে ফুলবাড়ী বিএড কলেজে তৃণমূলের একাধিক নেতাদের মাঝে তাকে বসে থাকতে দেখা গিয়েছে। যদিও ওই আধিকারিকের উপস্থিত হওয়ার বিষয়ে জেলার এক শিক্ষা নেতার কথায় 2021 নির্বাচনে সর্বশক্তি সংগঠন লড়বে সেই কারণেই এমন সম্মেলন করা হচ্ছে। শিক্ষকদের কি দাবি-দাওয়া আছে তা অনুষ্ঠানে শুনতে এসেছেন আধিকারিক। তবে সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিক এভাবে কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কিনা জিজ্ঞাসা করতেই, তিনি সমস্যায় পড়তে পারেন ভেবেই সাংবাদিকদের সামনে কোনো কথা বলেনি। যদিও বিরোধী রাজনৈতিক দলের তরফে সরকারি আধিকারিকেরা যে এখন তিন আমুলের দল দাসে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন ঘটনায় সরকার শিক্ষার মহল থেকে শুরু করে জেলা জুড়ে। 


 গঙ্গারামপুর এর উত্তর চক্রের প্রথম বার্ষিক তৃণমূলের সার্কেল সম্মেলন ফুলবাড়ী বিএড কলেজে গিয়ে মিছিলটি শেষ হয়। দাস সহ জেলা ও ব্লক তৃণমূলের একাধিক নেতারা। তৃণমূল শিক্ষা ছেলের পতাকা উত্তোলন করার পর শহীদ বেদিতে একাধিক তৃণমূলের নেতাদের পাশাপাশি তৃণমূল শিক্ষা ছেলের একাধিক নেতারা মাল্যদান করেন। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস। অনুষ্ঠান মঞ্চে তৃণমূল নেতা গৌতম দাস, বিধায়ক তোরা হোসেন মন্ডল সংখ্যালঘু সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হক, তৃণমূল নেতা সুকুমার মহন্ত, অসিত বরণ কুন্ডু, প্রাথমিক শিক্ষা সিলে র  জেলা সভাপতি সুখেন হাঁসদা সহ একাধিক তৃণমূলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। সার্কেলের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি র শংখ্যাছিল ভালোই। 

রবিবার দুপুরে ফুলবাড়ী বিএড কলেজে গাড়ি নিয়ে হাজির হন দক্ষিণ দিনাজপুরের সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক বিমল কৃষ্ণ গাইনকে। তাকে তৃণমূলের সংগঠনের তরফ এ ফুল, সংগঠনের উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনার উপস্থিত থাকায় তাকে ধন্যবাদ জানিয়েছেন বারবার সংগঠনের তরফে। অনুষ্ঠান মঞ্চে অবশ্য আধিকারিক বেশ খোশ মেজাজে থাকতে দেখা গিয়েছে।
তৃণমূলেরছেলের নেতা রাজনারায়ন গোস্বামী জানিয়েছেন, 2021 নির্বাচনে সর্বশক্তি দিয়ে তৃণমূল শিক্ষা ছেলের সংগঠন লড়বে, সেই কারণেই এমন সম্মেলন করা হচ্ছে। দাবিদাবা আছে তা অনুষ্ঠানে শুনতে এসেছেন আধিকারিক।
বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাস ও তৃণমূল শিক্ষা ছেলের উত্তর সার্কেলের সভাপতি নেতাজি সরকার জানিয়েছেন, 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল শিক্ষা ছেলের সংগঠন বড় ভূমিকা পালন করবে। সেই কারণেই এমন সম্মেলন আয়োজন করা হয়েছে।

সরকারি আধিকারিক তৃণমূল শিক্ষা ছেলের অনুষ্ঠানে উপস্থিত থাকার ঘটনায় বিজেপির বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার প্রশাসন যে দল দাসে পরিণত হয়েছে তা জানান। পাশাপাশি তিনি ওই আধিকারিক এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানালেন। 

সিপিএমের বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক মোসাদ্দেক হোসেন জানিয়েছেন, এটা আবার নতুন কি। তৃণমূলের যে আধিকারিক দল দাসে পরিণত হবে সে ততো সরকারের কাছের হবে। ঘটনায় করা ভাষায় নিন্দা করছি।

জেলা কংগ্রেস নেতা উৎপল কুমার মন্ডল অভিযোগ করে বলেন, শাসকদলের প্রশাসন আর তৃণমূল দলের নেতাদের মধ্যে খুবই মিল থাকার কারণে তিনি গিয়েছেন। এটা তৃণমূলের পক্ষেই সম্ভব।
যদিও সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
এমন ঘটনায় জেলা শিক্ষা মহল থেকে শুরু করে জেলাজুড়ে শোরগোল পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here