গঙ্গারামপুর ইলেকট্রিক রিডার্স অ্যাসোসিয়েশনের তরফে হাইরোডে পুরসভার চেয়ারপার্সনের হাত দিয়ে ওই সমস্ত জিনিশপত্র বিলি করা হয়
শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, ৭জুলাই ,দক্ষিণ দিনাজপুর:——– একটি সংস্থার পক্ষ থেকে করোনা আতঙ্কের মধ্যে দুস্থ মানুষজনদের পাশে বিভিন্ন ধরনের জিনিশপত্র বিলি করা হয়।বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর হাইরোড়ে একটি অনুষ্টানের মধ্যে দিয়ে গঙ্গারামপুর ইলেকট্রিক রিডার্স অ্যাসোসিয়েশনের তরফে পুরসভার চেয়ারপার্সনের হাত দিয়ে ওই সমস্ত জিনিশপত্র বিলি করা হয়।সেখানে সংগঠনের সম্পাদক সভাপপতি সহ একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন ।সংগঠনের তরফে দুস্থদের এমন সহযোগীতায় করায় সাধুবাদ জানিয়েছেন সকলেই।

লক ডাউনের মধ্যে জেলার মধ্যে উল্লেখযোগ্যভাবে দলীয় নেতা কর্মী থেকে বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থর মানুষজনদের পাশে করানোর উৎসাহ দিয়েছেন জেলা তৃণমুল নেতা তথা গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক প্রশান্ত মিত্র।তিনি নিজে উদ্যাগ নিয়ে হরিরামপুর থেকে বুনিয়াদপুর তপন থেকে বালুরঘাট বা হিলি থেকে কুমাকাঞ্জের দলীয় নেতা কর্মী থেকে বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার কর্মীদের পাশে দাঁড়ানোর বলা হয়েছিল।এর পরেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ উপরে অনুষ্টান করে এমন সময়ে দুস্থ মানুষজনদের পাশে দাঁড়ানো হয়েছে প্রশান্ত মিত্রের নির্দেশে।
বুধবার বিকেলে গঙ্গারামপুর ইলেকট্রিক রিডার্স অ্যাসোসিয়েশনের সংগঠনের তরফে গঙ্গারামপুর হাইরোডে পুরসভার মিত্রের দিয়ে ২০০ জনের উপরে গরীব মানুষজনদের হাতে, চাল, ডাল, আলু তেল, লবন ডাল সোয়াবিন মাক্স সহ বিভিন্ন ধরনের শুকনো খাবার বিলি করা হয়। সেখানে পুরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র ছাড়াও প্রাক্তন কাউন্সিলার সুভদ্রা রাজবংশী পৌর প্রশাসক বোর্ডের সদস্য তুলসি প্রসাদ চৌধুরী, সমাজসেবী মিলন ঘোষ, গঙ্গারামপুর ইলেকট্রিক রিভার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক টিস্কু সাহা ,অন্যতম সদ্য রাজু ঘোষ, উদ্দার বিশ্বাস ,সুপ্রতিম ঘোষ, গাজল ঘোষ, সঞ্জয় প্রসাদ, পরিতোষ পাল ,রানা বসাক সহ গঙ্গারামপুর পুরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র জানিয়েছেন, সংস্থার তরফে যেভাবে সহযোগীতার হাত বাড়িতে দিয়েছে এমন সময়ে তার জন্য তাঁদের অভিন্দন জানাই।

গঙ্গারামপুর ইলেকট্রিক রিডার্স অ্যাসোসিয়েশের সম্পাদক টিংকু সাহা জানিয়েছেন প্রশান্ত মিরের নির্দেশেই আমরা সংগঠনের তরফে দুস্থদের এমন সহযোগীতায় করায় উদ্যেগ নিয়েছি। সংগঠণের এমন কাজকে সকলেই সাধুবাদ জানিয়েছেন ।