গঙ্গারামপুরে সৌরবিদ্যুতের মাধ্যমে বাড়িতে বিনা খরচে বিদ্যুৎ সংযোগের সম্পুর্ণ ব্যবস্থা করল নামকরা একজন ব্যবসায়ী। উদ্ধোধন করলেন চেয়ারপার্সন

0
707

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর২২আগষ্ট দক্ষিণ দিনাজপুর-ইউটিএল সংস্থার সৌর বিদ্যুতের মাধ্যমে বাড়িতে প্রায় বিনা খরচে বিদ্যুৎ সংযোগের সম্পুর্ণ ব্যবস্থা করল নামকরা একজন ব্যবসায়ী। এমন পরিষেবাটি দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে গঙ্গারামপুর শহরের নতুন বাসষ্ট্যান্ডে একটি শপিংমলের পাশে জেলার মধ্যে প্রথম বলে যানা গিয়েছে৷একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহরের এই প্রতিষ্টিত ব্যবসায়ী তাঁর ব্যবসা প্রতিষ্টানের উদ্ধোধন করেন।ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে সৌরবিদ্যুতের মাধ্যমে বাড়িতে খুবই কম খরচে বিদ্যুৎ সংযোগের এই প্রতিষ্টানের উদ্ধোধন করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র ।সেখানে চেয়ারপার্সন সহ ব্যবসায়ী থেকে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।সেখানেই সাবডিভিশনাল রিপোটাস অ্যাসোসিয়েশন ক্লাবের সদস্য সাংবাদিকদের সংবর্ধনাও দেওয়া হয়।এমন পরিষেবায় মানুষজনদের বিদ্যুতের খরচ আর লাগবে না বলেই অনেকে মনে করছেন।এই প্রকল্পে মিলবে ঋনের সুবিধায় এমন জিনিশে মিলবে দারুন সুবিধা আশাবাদী উপস্থিত সকলেই।


যেভাবে দিনের পর দিন যেভাবে বিদ্যুৎ এর দামে বেড়েই চলেছে তাঁর হাত থেকে সাধারন মানুষজনদের কিছুটা হলেই স্বস্তি দিতে গঙ্গারামপুর শহরের নামকরা ব্যবসায়ী মনি ঘোষ দারুন পরিষেবা নিয়ে হাজির হয়েছেন।তিনি ইতিমধ্যেই ইউটিএল সংস্থার সৌর বিদ্যুতের মাধ্যমে বাসিন্দাদের বাড়িতে প্রায় বিনা খরচে বিদ্যুৎ সংযোগের সম্পূর্ণ ব্যবসা করলেন গঙ্গারামপুর শহরের নতুন বাসষ্ট্যান্ডে একটি শপিংমলের পাশে জেলার মধ্যে প্রথম তিনি এমন পরিষেবা বাসিন্দাদের দেবার উদ্যাগ নেন। ভ্রাতৃবন্ধনের দিনে তাঁর অফিসে এই পরিষেবার ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে উদ্ধোধন করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র৷ সেখানে ব্যবসায়ী অশোক জোয়াদ্দার, সংস্থার কর্ণধর তথা ব্যবসায়ী মনি ঘোষ, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


অনুষ্টানে গঙ্গারামপুর সাবডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশনের সদস তথা সাংবাদিক চয়ন হোড়,বিপ্লব হালদার, অমল দাস,নারায়ন বসাক,বাবাই সুত্রধরকে সংবর্ধনা দেওয়া হয়৷
উদ্ধোধক গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন প্রশান্ত মিত্র জানিয়েছেন,যেভাবে বিদ্যুৎ এর খরচ বাড়ছে সেই কারণে এমন পরিষেবা আগামী দিনে অনেকেই উপকারে আসেন। বাসিন্দাদের বিদ্যুৎ এর খরচ অনেক অর্থেই কম হলে তাঁরা পরিষেবাও ভালো পাবে।


সংস্থার কর্ণধর তথা ব্যবসায়ী মনি ঘোষ জানিয়েছেন,এমন পরিষেবা মাধ্যমে বাসিন্দাদের প্রচুর সুবিধা পাবে৷কেউ যদি মেন করে ঋনের মাধ্যমেও এমন পরিষেবা নিতে চায় তাহলেও তাঁকে সেই সুযোগ দেওয়া হবে।

এমন পরিষেবায় মানুষজন অনেকে অর্থেই লাভবান হবেন বলে মনে করছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here