গঙ্গারামপুরে শুরু ৩০তম দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলা

0
35

গঙ্গারামপুরে শুরু ৩০তম দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলা
সঠিক দামে স্কুল–কলেজের পাঠ্যপুস্তক, মোবাইল ছেড়ে বই পড়ার আহ্বান বিশিষ্টজনদের
শীতল চক্রবর্তী বালুরঘাট ৮ জুলাই দক্ষিণ দিনাজপুর ।
৩০তম দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলা এবছর গঙ্গারামপুর শহরের ফুটবল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। এই বই মেলায় ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ বইপ্রেমীরা স্কুল ও কলেজের পাঠ্যপুস্তকসহ নানা ধরনের বই সঠিক দামে কিনতে পারবেন বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি সকলের কাছে মোবাইল ফোন ছেড়ে বই পড়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বই মেলার উদ্বোধন হয়। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র,গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রসহ একঝাঁক প্রশাসনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে মেলার সূচনা হয়।
উদ্বোধনের আগে গঙ্গারামপুর শহরের নিউ মার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (বর্ণাঢ্য মিছিল) ট্যাবলো সহকারে বের হয়। শোভাযাত্রাটি শহর পরিক্রমা করে ফুটবল মাঠে এসে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বুরেশ সরকার, অধ্যাপক ওমপ্রকাশ মিত্র, অতিরিক্ত জেলা শাসক ,জেলা গ্রন্থাগারিক দেবব্রত কুমার দাস, সাহিত্যিক প্রলয় মিত্র,জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল, সমাজসেবী সুব্রত মুখার্জি, কাঞ্চন সেন, সাবদুল মিত্র,গঙ্গারামপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারসহ বহু বিশিষ্টজন।ফুটবল মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে মন্ত্রী ও বিশিষ্টজনেরা আনুষ্ঠানিকভাবে বই মেলার সূচনা করেন।
জেলা গ্রন্থাগার দপ্তর সূত্রে জানা গেছে,”৮”জুলাই বৃহস্পতিবার থেকে “১২” জুলাই সোমবার পর্যন্ত গঙ্গারামপুর শহরের ফুটবল ময়দানে এই বই মেলা চলবে।মেলায় মোট ৮৭টি বইয়ের স্টল রয়েছে।জেলার পাশাপাশি কলকাতার বিভিন্ন নামী বই বিক্রেতারা তাঁদের স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন।বই মেলার পাশাপাশি প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এবিষয়ে মেলার উদ্বোধক রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এবং বই মেলা কমিটির অন্যতম কর্মকর্তা প্রশান্ত মিত্র জানান,এবছর এই বই মেলায় স্কুল ও কলেজের পাঠ্যপুস্তক সঠিক দামে পাওয়া যাবে।তাঁরা আরও জানান,” এবছর বাংলাদেশের কোনো বই স্টল মালিককে আমন্ত্রণ জানানো হয়নি।ছাত্রসমাজকে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।”
অতিরিক্ত জেলা শাসক ও জেলা গ্রন্থাগারিক দেবব্রত কুমার দাস বলেন,” দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলায় এবছর রেকর্ড সংখ্যক বই বিক্রির আশা করা হচ্ছে।”
প্রথম দিন থেকেই বই কেনার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমিয়েছেন বই মেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here